Highlights of 21st July Rally – Eight things Mamata Banerjee said at the Rally

0
1430
Mamata Banerjee in 21 July 2016 Rally
Mamata Banerjee in 21 July 2016 Rally
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:10 Minute, 45 Second

Eight things Mamata Banerjee said at 21 July Rally

Trinamool Chairperson Mamata Banerjee today addressed lakhs and lakhs of party workers, supporters and common people at Sahid Dibas rally in Dharmatala, Kolkata.

During her speech she lashed out at a section of people trying to foment communal tension in the state and warned them of dire consequences.

She also said that Trinamool’s next target is to work for the development of the people of Tripura. She asked the Trinamool activists to rise above selfish motives and work for the party.

Excerpts of her speech today at Dharmatala:

On Sahid Dibas

 l welcome the families of martyrs who are present here. Martyr families from Netai, Nandigram, Singur, Sainbari, Nanoor and even Marichjhanpi are present here. While coming to the venue I saw lakhs and lakhs of people still coming here. We thank the Maa, Mati, Manush of Bengal for electing us to office for the second time. 21 July is not just a word or date. It has a deeper meaning. It signifies movement. It signifies emotions. 21 July has a connection with our hearts. 13 innocent lives were lost on 21 July, 1993. Many people were killed during the CPI(M) rule. Next year will mark the 25th year of the 21 July Sahid Dibas. We will take up programmes throughout the year.

On Maa Mati Manush

 We believe humanity is the biggest religion. We have to love people, serve them. To earn the trust of the people is the biggest challenge of a political party. Trinamool is a party of the people. Trinamool stands for poriborton, development, unity, progress, working for people. Workers are the biggest assets of Trinamool Congress.

 On Trinamool’s victory

 Despite all the conspiracies and smear campaigns, Trinamool won 211 seats. There were unprecedented canards against us. Our party, our government is always pro-people. We will not allow anti-people actions. The more you try to scare us, the stronger our resolve becomes. We have not learnt to bow our heads. We cannot be defeated with fear tactics.

On party dicipline

 A few bad people bring bad repute to the entire party. We have to rise above selfish motives and work for the party. We have distributed direct government services to 85-90 per cent people in every district. The party must help the administration in maintaining law and order in the State. I am your guardian, your protector. I am here to ensure your well-being. We will use the talent of our youth to convert Bengal into Biswa Bangla.

On communal politics

 When the Centre cannot fight us politically they use agencies like ED and CBI. The infrastructure created in the last five years will be an asset for the posterity. Although we have increased our revenue, a large amount money is being spent on paying off debt incurred by CPI(M). A lot of States are in debt trap because of the wrong economic policies of the Centre. The Centre is destroying the federal structure and interfering in the work of the States. The Centre does not give funds but claims credit for schemes and projects through advertisements. Centre is bringing down its share in most schemes. They do not even consult States whether we can pay our share. The top four districts in India under Swachh Bharat Mission are from Bengal. Centre wants to make Aadhar compulsory. They must first ensure everyone gets an Aadhar card. The Centre talks of direct benefit transfer. But first set up banks in every village. Black money has not come back to the country. White money is going away from the country

On harmony

We condemn terror attacks of all forms. Dalits were tortured in Gujarat recently. Some organisations are trying to incite communal violence in the name of cow protection. I eat veg, someone eats chicken while some other person eats cow meat. What is wrong in that? It is personal choice. Who are you to decide who will eat what? We will not allow communal tension in the name of cow protection. We stood in solidarity with Bangladesh after terror attacks in Dhaka. You cannot take people for granted. Today you are in power. Tomorrow you may be thrown out of office.

On Tripura

 Many people from Tripura are here today. I will visit Tripura on 9 August. We want to work for development. Mamata Banerjee does not seek power. I want federal structure to be strengthened.

On Bengal

 Festive season is coming. We have maintained communal harmony in the State. Youth and students are our assets. You will build a better Bengal tomorrow. We have started free healthcare at govt hospitals. We are giving rice at Rs 2/kg. We started Kanyashree, Sabuj Sathi. We are giving monthly stipends to folk artistes. We have to uphold our culure and heritage Frontal organisations, panchayats, Zilla Parishads, municipalities must keep working for the people. Our target is to convert Bengal into Biswa Bangla.

 

২১ শের জনপ্লাবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা

বিধানসভা নির্বাচনে ২১১ আসন নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করার পর আজ ২১ জুলাই পালন করল তৃণমূল কংগ্রেস দল। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশ্য রাজনৈতিক সভা৷ একুশে জুলাই নিহত ও আহতদের পরিজনদের পাশাপাশি ছিলেন নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই ও রাজ্যের বহু জায়গায় শোষিত অত্যাচারিত মানুষের পরিবার৷

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • এখানে উপস্থিত সকল শহিদ পরিবারের সদস্যদের ও বিশিষ্ট জনদের আমার অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি
  • নন্দিগ্রাম, সাঁইবাড়ি, সিঙ্গুর, নানুর ও মরিচঝাঁপির সকল শহিদের পরিবারের সদস্য এখানে উপস্থিত আছেন
  • আসার সময় আমি দেখলাম লাখ লাখ মানুষ আসছেন এখনও
  • দ্বিতীয়বার আমায় সমর্থন করার জন্য মা-মাটি-মানুষকে আমার ধন্যবাদ
  • ২১শে জুলাই কোন একটি শব্দ বা তারিখ নয়, এর এক গভীর মানে। এটি একটি আন্দোলন, এটি একটি আবেগ
  • ২১শে জুলাইয়ের সঙ্গে আমাদের আবেগের সম্পর্ক
  • ১৯৯৩ সালের ২১শে জুলাই ১৩ জন প্রাণ হারিয়েছিলেন। সিপিএমের আমলে অনেক মৃত্যু হয়েছে
  • আমরা বিশ্বাস করি মানবিকতাই সবচেয়ে বড় ধর্ম. আমরা মানুষকে ভালোবাসি তাই তাদের জন্য কাজ করি
  • আগামী বছর ২১শে জুলাইয়ের ২৫ বছর পূর্ণ হবে। সারা বছর ধরে আমরা এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান করব
  • জনগণের আস্থা অর্জন করা রাজনৈতিক দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তৃণমূল মানুষের দল
  • তৃণমূল মানে পরিবর্তন, উন্নয়ন, একতা ও প্রগতি
  • কর্মীরাই তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় সম্পদ
  • অনেক ষড়যন্ত্র ও অপপ্রচার সত্ত্বেও তৃণমূল ২১১ টি আসন পেয়েছে
  • আমাদের দল, আমাদের সরকার জনগণের সরকার। আমরা গণবিরোধী কাজ বরদাস্ত করব না
  • আমরা আমাদের মাথা নত করতে শিখিনি। ভয় দেখিয়ে আমাদের দমন করা যাবে না
  • যত আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন আমরা ততই শক্তিশালী হব
  • কিছু লোক সমগ্র দলের ভাবমূর্তি নষ্ট করছে
  • নিজেদের স্বার্থ ভুলে গিয়ে আমাদের দলের জন্য কাজ করতে হবে
  • আমরা প্রতি জেলায় ৮৫-৯০ শতাংশ লোকের কাছে সরাসরি সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছি
  • রাজ্যের আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সাহায্য করতে হবে
  • আমি আপনাদের অভিভাবক,আপনাদের রক্ষক
  • বাংলাকে বিশ্ব বাংলায় পরিণত করতে আমরা যুবশক্তিকে কাজে লাগাব
  • কেন্দ্র যখন আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না তখন তারা ইডি এবং সিবিআই এর মত সংস্থা গুলিকে ব্যবহার করছে
  • গত পাঁচ বছরে যা পরিকাঠামো তৈরি হয়েছে তা দেশের সম্পদ
  • আমরা আমাদের রাজস্ব বৃদ্ধি করেছি। সিপিএমের দেনা এখনও আমরা শোধ করছি
  • অনেক রাজ্য ঋণে ডুবে রয়েছে কেন্দ্রের ভুল অর্থনৈতিক নীতির কারণে
  • রাজ্যের কাজে হস্তক্ষেপ করে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামো নষ্ট করছে কেন্দ্র
  • কেন্দ্র আমাদের ফান্ডের টাকা দেয় না
  • রাজ্যের সঙ্গে আলোচনা না করেই কেন্দ্র সমস্ত প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে
  • স্বচ্ছ ভারত মিশনের তালিকায় শীর্ষে রয়েছে বাংলার ৪টি জেলা
  • কেন্দ্র আধার বাধ্যতামূলক করতে চায়। তার আগে সবাই আধার কার্ড পেয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে
  • কালো টাকা দেশে ফিরছে না, বরং সাদা টাকা দেশ থেকে চলে যাচ্ছে
  • সব সন্ত্রাসবাদী হামলাই নিন্দনীয়
  • সম্প্রতি গুজরাটে দলিতদের ওপর নির্যাতন হয়েছে। কিছু প্রতিষ্ঠান গরু সুরক্ষার নামে সাম্প্রদায়িক হিংসার উদ্রেক করার চেষ্টা করছেন
  • আমি নিরামিষ খাই, কেউ আমিষ খান, এটা যার যার ব্যক্তিগত পছন্দ
  • কে কি খাবেন তা আপনি ঠিক করার কে? সুরক্ষার নামে সাম্প্রদায়িক উত্তেজনা বরদাস্ত করব না
  • বাংলাদেশের ঢাকায় সন্ত্রাসবাদী হামলার পর আমরা তাদের পাশে দাঁড়িয়ে ছিলাম
  • আপনারা মানুষকে অবহেলা করতে পারেন না, আজ আপনি ক্ষমতায় আছে, কিন্তু কাল নাও থাকতে পারেন
  • আজ ত্রিপুরা থেকে অনেকে এখানে এসেছেন।. আমি ৯ই আগস্ট ত্রিপুরা যাব
  • মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা চান না। আমি চাই যুক্তরাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী করতে
  • উ९সবের মরশুম আসছে। রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে
  • আমরা সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিতসার ব্যবস্থা করেছি, মানুষকে ২টাকা কেজি চাল দিচ্ছি
  • কন্যাশ্রী, সবুজ সাথী চালু করেছি আমরা। লোকশিল্পীদের মাসিক ভাতা দিচ্ছি
  • পঞ্চায়েত, জেলা পরিষদ, পৌরসভা সকলকে মানুষের জন্য কাজ করতে হবে
  • বাংলাকে বিশ্ববাংলায় পরিণত করাই আমাদের লক্ষ

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD