We have to stop the trafficking of women: Mamata Banerjee in Baharampur

0
1314
Stop Rape and crime against women
Stop Rape and crime against women
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:8 Minute, 51 Second

We have to stop the trafficking of women: Mamata Banerjee in Baharampur

We have to stop the trafficking of women: Mamata Banerjee in Baharampur

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated and laid the foundations stones for a bouquet of development projects for Murshidabad district today from a Government programme at Baharampur Stadium. This was her first visit to the district after taking oath as chief minister for a second term.

The projects included, among others, Krishak Bazaars, Karma Tirthas, power sub-stations, police stations, road projects, girls’ hostels, new government buildings and water supply projects, including solar-powered ones. The Chief Minister also distributed several benefits like cycles under Sabuj Sathi, agricultural machinery, land pattas, and financial grants under Kanyashree, Yuvashree and Sikshashree.

Trafficking of women

During her speech after the inaugurations, the Chief Minister made a strong pitch for stopping the trafficking of women, which is a major social issue in the region. As she proudly proclaimed, “Girls are our assets, our pride”.

She said, “Girls are our future. They are our pride. Do not belittle them. Let them stand on their feet”.

Development of Murshidabad

Mamata Banerjee stressed on the aspect of development all through her speech, something that has been the hallmark of her governance – development that has led to a social and industrial revival of Bengal.

She mentioned the numerous successes of this successful approach to governance.

She said that institutional delivery has gone up to 92% in the State as a whole. Fair-price medicine shops, multi super-speciality hospitals, critical care units (CCUs) and sick newborn stabilisation units (SNSUs) have been set up; beds and medicines in all State government hospitals are free now.

Another innovative scheme that she mentioned is the one where the State Government “gives a sapling to parents whenever a baby is born”.

One crore 10 lakh minority students have received scholarships in Murshidabad district. Twenty-five Karma Tirthas are being set up in the district.

Eighty thousand people were distributed benefits from the stage. In Murshidabad district, 28,000 students have received cycles under the Sabuj Sathi scheme; the Kanyashree and Shikshashree schemes have benefitted thousands of girl students and SC/ST students, respectively.

Unemployed youth have availed of the Gatidhara scheme, wherein they have bought buses, autorickshaws and cars for public transport with the help of loans with easy-to-repay interest schemes. The Chief Minister mentioned that several vessels for water transport were launched today.

Another aspect of social responsibility that the State Government performs that found mention in her speech is that of giving “financial aid to the poor to perform the last rites of their deceased relatives”.

Rs 375 crore has been allocated for the Kandi Master Plan for flood management. Rs 479 crore has been allotted for other flood prevention measures in the district. She also said that her government is working with the Central Government, since the matter is under the jurisdiction of the Centre, to find a lasting solution the problem of river bank erosion of the Ganga.

She said that the State Government has decided to increase the number of cold storages and procurement centres in the district.

Chief Minister Mamata Banerjee also did not forget to touch on the aspect of the generous help her government has been giving to enable the traditional textile workers of the district to earn a respectable living through their work. “We are committed to help the various self-help groups and artisans”.

She also touched on another major issue in the district – cattle smuggling. She said that her government is making its best efforts and working with all concerned to stop this menace.

No politics in development

She said that Murshidabad, with its glorious history, definitely deserves better and so her government towards bringing back the glory, and that, importantly, “we must keep politics aside and work for development”.

She asked, “Why is Murshidabad district underdeveloped even after 69 years of independence?” She gave the answer herself when she said that “instead of hurling abuses at me, the Opposition should rather do even at least 1 per cent of the work that I have done in five years”.

She asked the people to work along with the government to “revive the glory of Murshidabad district”.

Festive season

At the end, the Chief Minister made a reference to the upcoming festive season – Durga Puja and Muharram, among others. She exhorted all to “maintain communal harmony during the festive season”.

She concluded her speech with “Sharod Subhechha to all”.

 

 

নারী পাচার বন্ধ করতে হবে: মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

আজ মুর্শিদাবাদের বহরমপুরে গরু ও নারী পাচারের বিরুদ্ধে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গেএকগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার তিনি মুর্শিদাবাদে সভা করেন।

কৃষক বাজার, বিদ্যুৎ সাব স্টেশন, পুলিশ স্টেশন, জল সবরাহ প্রকল্প, রাস্তা, ছাত্রীদের হোস্টেল, হিমঘর সহ আরও অন্যান্য প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সবুজ সাথী প্রকল্পে সাইকেল, কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, কৃষির যন্ত্রপাতি ও পাট্টা ইত্যাদি সরকারি পরিষেবাও প্রদান করেন মুখ্যমন্ত্রী।

নারী ক্ষমতায়ন

মুখ্যমন্ত্রী বলেন আমাদের নারী পাচার  বন্ধ করতে হবে। মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। মেয়েরাই দেশের ভবিষ্যৎ,, ওরা আমাদের গর্ব। মেয়েদের অবহেলা করবেন না, ওদের নিজেদের পায়ে দাঁড়াতে দিন”।

মুর্শিদাবাদের উন্নয়ন

এই জেলার  উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বর্তমানে প্রসূতি মৃত্যুর হার অনেক কমেছে। মুর্শিদাবাদে CCU, SNSU তৈরি করা হয়েছে। এই জেলায় ৩টি মাল্টি সুপার স্পেশালটি হাসপাতাল তৈরি করা হয়েছে। ১.১০ কোটি সংখ্যালঘু ছাত্র-ছাত্রী স্কলারশিপ পেয়েছে। বাংলায় মোট ১৮৩ টি কর্ম তীর্থ তৈরি হচ্ছে এর মধ্যে মুর্শিদাবাদে তৈরি হচ্ছে ২৫টি।”

আজ এই সভা মঞ্চ থেকে প্রায় ৮০০০০ মানুষকে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হয়েছে। কৃষির যন্ত্রপাতি, ধামসা-মাদল দেওয়া হয়েছে। সবুজসাথী প্রকল্পের আওতায় এই জেলার আজ ৩০০০ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। SC/ST ছাত্রছাত্রীদের জন্য চালু হয়েছে শিক্ষাশ্রী প্রকল্প। সরকারি স্কুলে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে জুতো, বই দেওয়া হচ্ছে।

বর্তমানে সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে। গতিধারা প্রকল্পে বাস, গাড়ি ও অটোরিক্সা দিয়েছে সরকার।

কান্দি মাস্টার প্ল্যানের জন্য ৩৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং মুর্শিদাবাদ জেলায় বন্যা নিয়ন্ত্রণে ৪৭৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গঙ্গা নদীর পাড় ভাঙন নিয়ে কেন্দ্রের সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। হিমঘরের সংখ্যা ও উৎপাদন কেন্দ্র বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে সরকার।

সন্তানের জন্মের পর তাদের বাবা মাকে একটি করে চারাগাছ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গরীবদের আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বস্ত্রশিল্পের জন্য মুর্শিদাবাদ বিখ্যাত। রাজ্য সরকার এই শিল্পকে আরও উন্নত করবে বলে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।

বিরোধীদের উদ্দেশ্যে

স্বাধীনতার ৬৯ বছর পরেও মুর্শিদাবাদের কোন উন্নয়ন হয়নি কেন?আমার বিরুদ্ধে অভিযোগ না করে আমি ৫ বছরে যা কাজ করেছি তার ১ শতাংশ কাজ করে দেখান। উন্নয়নের মাধ্যমে মুর্শিদাবাদের হারিয়ে যাওয়া গৌরবকে ফরিয়ে আনতে এলাকার মানুষকে পাশে থাকার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতিকে পাশে রেখেই আমাদের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে।

শারদ শুভেচ্ছা

উৎসবের দিনগুলিতে আমাদের সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সামনেই দুর্গা পুজো, দুদিন পরেই মহালয়া, সকলকে জানাই শারদ শুভেচ্ছা”।

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD