Mamata Banerjee slams Modi Govt for dissolving BIFR

0
1199
Mamata Banerjee
Mamata Banerjee
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:3 Minute, 3 Second

Mamata Banerjee slams Modi Govt for dissolving BIFR

Mamata Banerjee slams Modi Govt for dissolving BIFR

Opposing the Narendra Modi government’s decision to dissolve the Board for Industrial and Financial Reconstruction (BIFR), Bengal Chief Minister Mamata Banerjee on Friday said the central government is “breaking the spine” of the country’s economy.

“BIFR was constituted for reconstruction of industries and protection of workers. Sick industries registered in the Board could reconstruct their assets and run the company accordingly. Suddenly, the centre dissolved it,” she said.

“They are breaking the spine of the country,” said Mamata Banerjee adding that centre sent a letter to her government.

The letter sent to West Bengal Chief Secretary said that BIFR and its appellate body, the Appellate Authority for Industrial Finance and Reconstruction (AAIFR), which were entrusted with the revival and rehabilitation of sick industrial companies under the Sick Industrial Companies (Special Provisions) Act 1985, has been dissolved.

Mamata Banerjee said, “We have a lot of companies registered in the Board. We have asked what would happen to old cases. They said fresh application are needed.”

The CM called for a national government led by Advani ji or Rajnath ji or Jaitley ji to rid the country of the current situation. She said the current Prime Minister has to go.

 

বিআইএফআর তুলে দেওয়ায় মোদী সরকারের সমালোচনা মুখ্যমন্ত্রীর

বোর্ড ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশন বা বিআইএফআর তুলে দেওয়ায় মোদী সরকারের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, চিঠি দিয়ে কেন্দ্র বলছে বিআইএফআর তুলে দেওয়া হল। তাঁর প্রশ্ন, এখন পুরনো কেসের কী হবে? মমতা যোগ করেন, কেন্দ্র বলছে, নতুন করে চালু করতে হবে। কিন্তু, বিআইএফআর ভেঙে দেওয়ায় শ্রমিক-মজদুরদের চরম সমস্যা হবে।

বিআইএফআরের অধীনে রাজ্যে চারশোর কাছাকাছি কারখানা রয়েছে। রাজ্য সরকারের মতে, বিআইএফআর তুলে দেওয়ায় এই সব কারখানা এবং কয়েক লক্ষ শ্রমিকের ভবিষ্যত এখন অথৈ জলে। কারণ, বিকল্প ব্যবস্থা কী তার কোনও দিশা দেখায়নি কেন্দ্র। শুক্রবার, টাউন হলের বৈঠকে এ নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, রুগ্ন শিল্প সংস্থাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই বোর্ড গঠন করা হয়। ১৯৮৫ সালে তৈরি হওয়া ‘দ্য সিক ইন্ডাস্ট্রিয়াল কম্পানিজ অ্যাক্ট’ অনুযায়ী ১৯৮৭ সালে গঠিত হয় বিআইএফআর। যা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্থ। অরবিন্দ মিলস, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, নর্থ ইস্টার্ন রিজিওনাল এগ্রিকালচারাল মার্কেটিং কর্পোরেশন, স্কুটার ইন্ডিয়া-র মতো বিভিন্ন সংস্থা, বিআইএফআর -এর হাত ধরে নতুন জীবন পায়।

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD