Industry leaders shower praises on Didi Mamata – BGBS 2018 started with a bang with Proposals

0
1829
Mukesh Ambani at BGBS 2018
Mukesh Ambani at BGBS 2018
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:12 Minute, 33 Second

West Bengal is becoming Best Bengal – Captains of Industry shower praises on Didi

West Bengal is becoming Best Bengal – Captains of Industry shower praises on Didi

The fourth edition of Bengal Global Business Summit began today amid much fanfare. Leading industrialists, captains of industry, diplomats, academicians and entrepreneurs were present at Biswa Bangla Convention Centre for the plenary session of the summit.

The inaugural ceremony was attended by the who’s who of industry. From Mukesh Ambani to Laxmi Mittal, Sajjan Jindal to Kishore Biyani, Sanjeev Goenka to Aloke Lohia, Ajay Singh to Uday Kotak – every captain of industry praised the State Government for the investment-friendly initiatives. They also sang praises of Didi’s leadership.

The definite reason for Industry to give a standing ovation to CM for ease of doing business is known to all and it has been learnt that West Bengal currently tops the list of the Department of Industrial Policy and Promotion’s Business Reforms Action Plan (BRAP) 2017, comprising all states and Union 

Here are the top quotes of the day:

Mukesh Ambani (Chairman, RIL): Under, Mamata Banerjee’s leadership West Bengal is becoming Best Bengal. Didi, we could make this large investment only because you have created a friendly climate and an enabling policy infrastructure.  Bengal has said goodbye to the slow growth rate of the past and today is the fourth largest state economy in India, growing at 15.64 per cent, much higher than the national average.

Investments in infrastructure have been unprecedented. A global think-tank ranked Kolkata second among the Indian metros on overall economic performance, even ahead of Mumbai. Today, the state is famous for the ease of doing business! A miracle has happened. Bengal today means business, the state has adopted a positive mindset that can make the impossible possible.

Laxmi Mittal (Chairman and CEO, ArcelorMittal): Mamata Di, our beloved Didi, has certainly put her mind to ensuring that Bengal achieves its full potential and that includes ensuring that the State has a growing and thriving economy. I can see the initiatives she is implementing are already yielding results and being recognised on the world stage. I have assured Didi that in the years ahead I will bring my family foundation activities to Bengal to help develop and empower the young people of this State. Didi is also fully committed to addressing bureaucracy and corruption: two of India’s well known challenges. I want to emphasise that clean business is good business.

Sajjan Jindal (Chairman and MD, JSW Group): I have been seeing Bengal for the last 20 years from very close quarters  but what we are seeing today is an amazing change that has been brought about by none other than our charismatic leader Mamata Didi. Her passion, her love for the State, for the people of Bengal and for the girls of Bengal is very amazing. Her commitment towards the development of Bengal is enormous. As potential investors friends we are all sitting here and as the ambassador of the State I will urge you all to choose West Bengal as the prime most and the first destination for investment.

Kishore Biyani (CEO, Future Group): I have always maintained that Bengal is my Karma Bhumi. We have set up our Data Lake here. This is cutting-edge work that we shall be doing based out of Bengal & US. Cost of doing business is the lowest in the entire country. Didi has helped us not with words, but with action.

Sanjeev Goenka (Chairman, RP Sanjeev Goenka Group): In Bengal, business and businessmen are treated with dignity, respect, warmth and love. We feel wanted and welcomed. A movement of change had been started by the honourable Chief Minister a few years ago and this movement has manifested into visible things on the ground. Progress is visible in industry, social sector, civic amenities and infrastructure to be quite honest we have touched the spectrum. This is a government with a heart and it’s not for nothing that our Chief Minister has been voted by India Today as the number one Chief Minister of the country.

Aloke Lohia (CEO, Indorama Ventures): What I have experienced over the last 24 hours is overwhelming. Bengal means business under the leadership of honourable Chief Minister. Bengal has emerged again as an economic powerhouse and promises to be the gateway to India once again. Bengal means business, so let’s do business.

Ajay Singh (Chairman and MD, Spicejet): The reason Bengal does so well is because the Chief Minister has an immense source of power inside her, which is fuelling the rise and growth of the State. Spicejet is already on of Bengal’s largest partners. We have seventy flights going in and out of Bengal. This number will increase manifold in the next few years.

Spicejet is committed to connecting the airport of Durgapur with Bangalore and Hyderabad with some help from the Bengal Government. We would like to make our hub for seaplanes in Bengal. We would like to fly these planes by starting with giving a boost to tourism by flying them to Ganga Sagar, to the Sundarbans and to every nook and corner of the State.

Uday Kotak (Vice Chairman and MD, Kotak Mahindra Bank): The sun rises in the east. Bengal always had the resources, the only problem I was told is “mindset”. With the rise of our beloved didi like the sun, that has changed I am truly delighted and confident that we will increase our presence in the State. I thank Mamata ji for her warmth, affection and for the open approach. Kolkata will be the centre and the jewel  for the entire eastern region of India. 

 

বাংলার প্রশংসায় পঞ্চমুখ দেশ-বিদেশের শিল্পপতিরা

শুরু হল চতুর্থ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ৷ দু’দিনব্যাপী বাণিজ্য সম্মেলনের প্রথম দিন দেশ-বিদেশের হেভিওয়েট শিল্পপতিরা উপস্থিত ছিলেন নিউটাউনের বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে ৷

এবছরের বিশ্ববঙ্গ সম্মেলনে মোট ৯টি সহযোগী দেশ রয়েছে। সহযোগী দেশগুলির মধ্যে রয়েছে জাপান, জার্মানি, ইতালি, ব্রিটেন, ফ্রান্স, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্র। এছাড়াও বাণিজ্য সম্মেলনে অংশ নিয়েছে আরও ৩২টি দেশ। রয়েছে পাঁচটি ‘ফোকাস সেক্টর’— শিল্প পরিকাঠামো, উৎপাদনমুখী ক্লাস্টার, নগরোন্নয়ন, তথ্যপ্রযুক্তি ও পরিষেবা এবং পরিবহণ।

এক ঝলকে দেখে নিন কি বললেন তামাম শিল্পদ্যোগীরাঃ

মুকেশ আম্বানি (রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান): রাজ্যের সঙ্গে আরও কাজ করতে চাই৷ গত দু’বছরে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি৷সেই ইচ্ছাতেই মুম্বইয়ে বাণিজ্য সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগেই দিদিকে আমার বাড়িতে নিয়ে গিয়ে আলোচনা করেছি। আজ এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ছুটে এসেছি বাংলার সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে।

ওয়েস্ট বেঙ্গল আজ ‘বেস্ট বেঙ্গল’৷ বাংলার কন্যাশ্রী প্রকল্পকে অভিনন্দন৷ নারী শক্তির বিকাশেও পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ৷ ধীরে চলো নীতিকে বিদায় জানিয়েছে বাংলা৷ শিল্পক্ষেত্রে রাজ্যে শান্তির পরিবেশ বজায় রয়েছে ৷ পরিকাঠামোতেও অনেক এগিয়েছে বাংলা৷ এই কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ বাংলা মানেই আজ বাণিজ্য ৷ নতুন বাংলা গড়েছেন মুখ্যমন্ত্রী৷ এখনকার কলকাতা একেবারে নতুন ৷

সজ্জন জিন্দল (এম ডি ও যে এস ডবলু গ্রুপের চেয়ারম্যান): ইতিমধ্যে রাজ্যে শিল্প স্থাপন করেছি আমরা। একদিন আগেই শালবনিতে সিমেন্ট কারখানার উদ্বোধন করে এসেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। সেখানে ৮০০ কোটি বিনিয়োগ করা হয়েছে। আরও ৩০০ কোটি বিনিয়োগ করছি। এবং বিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ ক্ষেত্রে ৪০০ কোটি ছাড়াও আরও দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বাংলার জন্য। বাংলায় শিল্পের দুয়ার খুলে যাবে।

লক্ষ্মী মিত্তল (এয়ারসেল মিত্তলের চেয়ারম্যান ও সি ই ও): ব্যবসার জন্য আদর্শ পরিবেশ আছে বাংলায়৷ দুর্নীতি রোধে আমলাদের সঠিক ভূমিকা থাকা উচিৎ৷ বাংলায় শিল্পক্ষেত্রে শান্তির পরিবেশ আছে৷ শিল্পে শান্তির পরিবেশ জরুরি৷ বাংলায় সব ক্ষেত্রেই সম্ভাবনার পথ খোলা রয়েছে। সবসময়ই বাংলা থেকে শিল্পক্ষেত্রে সহযোগিতা মিলেছে। উৎপাদন থেকে পরিকাঠামো, সব ক্ষেত্রেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য। পশ্চিমবঙ্গে শিল্পে অনুকূল পরিবেশ রয়েছে, তা একবাক্য স্বীকার করতে হয়।কলকাতা আমার হৃদয়ে থাকে৷মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা যেভাবে এগোচ্ছে, তাতে গোটা বিশ্ব এখন বাংলাকে অনুসরণ করছে। বাংলার অগ্রগতিকে স্বাকৃতি দিচ্ছে। রাজ্যে স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে দারুণ অগ্রগতি হয়েছে। রাজ্যের ই গর্ভনেন্স নজির গড়ছে।

ফিউচার গ্রূপের চেয়ারম্যান কিশোর বিয়ানী: আমি চিরকাল বলে এসেছি বাংলাই আমার কর্মভূমি। আমরা এখানে আমাদের Data Lake গড়েছি। সারা দেশে বাংলায় বাণিজ্য করা সবচেয়ে খরচ-সাশ্রয়ী। শুধু কথা নয়, দিদি কাজে করে দেখিয়ে দিয়েছেন।

আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রূপের চেয়ারম্যান, সঞ্জীব গোয়েঙ্কা: বাংলায় বানিজ্য ও উদ্যোগপতিদের সমাদর করা হয়। এখানে আমরা মর্যাদা, সম্মান, ভালোবাসা পাই। কয়েক বছর আগে মাননীয়া মুখ্যমন্ত্রী এক আন্দোলন শুরু করেন, যার ফল হাতেনাতে পাওয়া যাচ্ছে। শিল্প, সামাজিক কল্যাণ, নাগরিক সুবিধা, পরিকাঠামো – সব ক্ষেত্রেই পরিবর্তন এসেছে। এই সরকার হৃদয় দিয়ে কাজ করে। সেই কারণেই ইন্ডিয়া টুডের সমীক্ষায় দেশের সেরা মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

ইন্দোরামা ভেঞ্চারের কর্ণধার, অলোক লোহিয়া: গত ২৪ ঘন্টার আমার অভিজ্ঞতায় আমি অভিভূত। বাংলা মানেই বাণিজ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা এক অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। বাংলাই ভারতের প্রবেশদ্বার।

অজয় সিং (স্পাইসজেটের চেয়ারম্যান): বাংলা যে এগিয়ে চলেছে তার অন্যতম কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দম কর্মশক্তি। স্পাইসজেট ইতিমধ্যেই বাংলায় বিনিয়োগ করেছে। ৭০টি বিমান চলাচল করে বাংলায়। আগামী কয়েক বছরে বৃদ্ধি হবে সংখ্যা। দুর্গাপুর বিমানবন্দর থেকে আমরা বেঙ্গালুরু ও হায়দ্রাবাদে বিমান পরিষেবা চালু করব। আমরা পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর ও সুন্দরবনে সি-প্লেন পরিষেবা চালু করতে চাই। বাংলায় সি-প্লেন গড়ার হাবও গড়তে চাই।

উদয় কোটাক (কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান): আমরা সকলেই জানি সূর্যোদয় হয় পুবে। এতদিন বাংলার সামর্থ্য ছিল কিন্তু মানসিকতা অভাব ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এসেছে মানসিকতায় পরিবর্তন,হয়েছে নতুন সূর্যোদয়।মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌহার্দের জন্য ওনাকে ধ্ন্যবাদ জানাই। আমার বিশ্বাস বাংলা আবার ভারতসভায় শ্রেষ্ঠ আসন লবে।

 

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here