বিতর্কিত লেখিকা ও উগ্র আধুনিক মতের প্রবর্তক তসলিমা নাসরিন আবার এক বিতর্কের শুরু করে দিলেন |
এক টুইট করে প্রতিবাদ করলেন কেরালার এক মাদ্রাসার ছাত্রী বহিস্কার নিয়ে | তাঁর মতে কপালে টিপ পরার জন্য মেয়ে টি বহিস্কৃত হয়েছেন | প্রতিবাদে তসলিমা সকল ছাত্রীদের টিপ পরতে বললেন আর বললেন মাদ্রাসা ছেড়ে সাধারণ স্কুলে পড়তে |
আবার একটি নতুন বিতর্ক এবং চিন্তাধারার সংঘাত অনিবার্য |
এই ঘটনা নিম্ন প্রকাশিত টুইট এর ভিত্তিতে প্রতিবেদিত |
A girl is expelled from madrasa in kerala for wearing a bindi. Cool. All madrasa-girls should wear bindis and get expelled. Then all should go to science school to study science.
— taslima nasreen (@taslimanasreen) July 9, 2018