নবচেতনার প্রেসিডেন্ট ড. হুমায়ুন কবীরকে বিশেষ সম্মাননা প্রদান করলেন বহরমপুর পৌরসভা
বহরমপুর পৌরসভার পক্ষে পৌরপিতা নীলরতন আঢ্য গতকাল রবিবার, ১৯ আগস্ট বহরমপুর পৌরসভার সেমিনার হলে বিশেষ সম্মাননা প্রদান ককরে সম্মানিত করলেন ড. হুমায়ুন কবীর সাহেবকে।
মুর্শিদাবাদ জেলার প্রাক্তন পুলিশসুপার তথা দক্ষ প্রশাসক, স্বনামধন্য লেখক ড. হুমায়ুন কবীর। তিনি মানুষের কল্যাণে কাজ করেন সর্বত্র সেই জন্য দেশবাসী তাঁকে এক ডাকে চেনেন।
