তোমার সাথে যদি আর না হয় দেখা
লড়াই জারি অন্ধের মতো আমি
সম্মোহন রকের ভাষা বোঝে
রক্তের নেই কোন অভিসন্ধি
ওহে মোহ তুমি চাবি হলে আমি খুলি তালা লকারের মতো
ঝফলায় আমি বন্ধ
শত্রুর মাঝারি শত্রুতা বুঝে
সোজাসুজি রাখি আমি শর্ত
ওহে তুমি এলার্মের স্বরে বাজো
আগুনের উষ্ণতা বুঝে
চামড়ার গলে যাওয়া বেকারত্বের
পোশাকি কুকুর চিনে ফেলে শয়তানি
ঘুমের আকাশে চাকা ঘোরে
বিপদের ওষুধের মতো ছবি আঁকো বিপথের হরিজন তুমি
আমি বিষাদের বাঁশি
রাধার যন্ত্রনা তুমি কি আর বোঝো?
সীমা নেই নীতি নেই ঘোরে চাকা
তুমি পুরুষের দেহে নারী হয়ে বাঁচো
আতোতায়ি জানে গুলি বন্দুকের লড়াই
বারুদের কাছে বার বার হেরে যায়ই
তুমি সুখে থেকো ভালো থাকবে জানি
আগুনের পরোয়ানা করেছি তাই জারি
@অভিজিৎ