উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় ২০০টি আয়ুষ স্বাস্থ্য ও নিরাময় কেন্দ্র খোলার অনুমোদন দিল
By PIB Kolkata
নতুন দিল্লী, ১৫ ডিসেম্বর, ২০২০
কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রাপ্ত প্রকল্প জাতীয় আয়ুষ মিশনের মাধ্যমে আয়ুষ মন্ত্রক উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় ২০০টি নতুন আয়ুষ স্বাস্থ্য ও নিরাময় কেন্দ্র খোলার অনুমতি দিল। এ বিষয়ে নতুন দিল্লির অরবিন্দ লাল বন্দনা লাল ফাউন্ডেশন উত্তরাখণ্ডের আয়ুষ বিভাগকে সহায়তা করবে। এ সংক্রান্ত বিষয়ে গত ১০ ডিসেম্বর একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উত্তরাখণ্ড সরকারের আয়ুষ বিভাগের সচিব, যুগ্ম-সচিব ও অধিকর্তার সঙ্গে অরবিন্দ লাল বন্দনা লাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডঃ অরবিন্দ লালের নতুন দিল্লিতে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় সরকার সারাদেশে ২০২৩-২০২৪ সালের মধ্যে পর্যায়ক্রমে মোট ২২,৫০০টি আয়ুষ স্বাস্থ্য ও নিরাময় কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে।