অধিকারী গড়ে অধিকারের লড়াইয়ে “শুভেন্দুর বিজেপি “
অমিত মান্না, কাঁথি : সংস্কৃতি ও একাত্মতার ঐতিহাসিক মেলবন্ধন হতে চলেছে আজকে কাঁথি শহরের মহার্যালী ও জনসভার মধ্য দিয়ে।
উপস্থিত থাকছেন রাজ্য যুবমোর্চার সভাপতি সম্মানীয় সৌমিত্র খাঁ, রাজ্য বিজেপির সহ সভাপতি সম্মানীয় জয়প্রকাশ মজুমদার, বর্তমান রাজ্য বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্ব সম্মানীয় শুভেন্দু অধিকারী এবং জেলা সভাপতি সম্মানীয় অনুপ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আজকের সভায় শুভেন্দু ও তাঁর অনুগামীদের অগ্নি পরীক্ষার শুরু বলে ওয়াকিবহাল মহলের খবর । তৃণমূল পরবর্তী রাজনৈতিক যাত্রার শুরু আর শুভেন্দু পরবর্তী তৃণমূলের ঘর গোছানোর লড়াই ।