বাংলা মিডিয়াম শিক্ষার্থীদের বিশ্বমানের অনলাইন টিউটোপিয়া অ্যাপে অল সাবজেক্ট শিখুন মাসে মাত্র ২৫০ টাকায়

0
1216
Inauguration Tutopia: Mr. Anurag Chirimar, Director,Tutopia Pvt Ltd, Mr.Subrata Roy, Director,Tutopia Pvt Ltd, Mr. Prashant Chopra, Director PS Group and Mr. Gaurav Dugar, Director,Tutopia Pvt Ltd, at the launch of Tutopia learning App, an advanced new-age online learning App for the Bengali medium students.
Inauguration Tutopia: Mr. Anurag Chirimar, Director,Tutopia Pvt Ltd, Mr.Subrata Roy, Director,Tutopia Pvt Ltd, Mr. Prashant Chopra, Director PS Group and Mr. Gaurav Dugar, Director,Tutopia Pvt Ltd, at the launch of Tutopia learning App, an advanced new-age online learning App for the Bengali medium students.
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:7 Minute, 3 Second

১১ই মার্চ ২০২১, কলকাতা: টিউটোপিয়া সংস্থার কর্তা সুব্রত রায় যখন বললেন, “মাসে মাত্র ২৫০ টাকায় অল সাবজেক্ট শিখুন”, আর তা বিশ্বমানের অডিওভিসুয়াল ভিডিওর মাধ্যমে, তা এককথায় অবিশ্বাস্য মনে হলেও, এ এক দারুন সুযোগ বাংলাভাষী ও বাংলা মিডিয়ামের সকলের জন্য।

“ঘরে বসে বিশ্বমানের কনটেন্ট পাওয়ার সেরা সুযোগ টিউটোপিয়া । ডেমো ভিডিওগুলি অনবদ্য, যদি এই গুণমান ধরে রাখতে পারে, তবে আগামী দিনে প্রাইভেট টিউশনের নতুন দ্রোণাচার্য টিউটোপিয়া এ কথা নিশ্চিত করে বলা যায় । গল্পের ছলে ও গল্পের চালে আপনাকে পড়া তৈরী করিয়ে নিতে বাধ্য করবে এই টিউটোপিয়া আপ্লিকেশনটি ।”~বললেন আইবিজি নিউজের মুখ্য সম্পাদক

এক শঙ্করের চাঁদের পাহাড় খুঁজে পাওয়ার নেশার মতো আবেগ না থাকলে, বাঙালী কর্তা আর অবাঙালি মালিক মিলে প্রকৃত গ্লোবাল ভারতীয় বাঙালি প্লাটফর্মটি দিতে পারতো কিনা সন্দেহ ।

তবে সব ভালো উদ্যোগ শুরুর আবেগ ধরে রাখতে পারেনা, আর হারিয়ে যায়, টিউটোপিয়ার পরিচালকদের খোলামেলা আবেগের বহিঃপ্রকাশ এটা নিশ্চিত করে বলে যে “আমরা আন্তরিক ছাত্রদের গুণমান তৈরীর কাজে”। শুভেচ্ছা রইলো আগামীদিনে আরো বৃহৎ কর্মযোগ্যের অংশ হিসাবে উচ্চমাধ্যমিক ছাত্রদের জন্যও কনটেন্ট আসবে ।

১১ মার্চ ২০২১ মহাশিবরাত্রির দিন ,কলকাতায় হলো অ্যাপেটির চোখ ধাঁধানো যাত্রা শুরুর অনুষ্ঠান ।।

পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মেলাতে পশ্চিমবঙ্গ বোর্ডের অষ্টম, নবম, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য উপযুক্ত অ্যাপ লঞ্চ হল কলকাতায়। উদ্বোধনে যোগ দেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষক শিক্ষিকারা। বাংলা মাধ্যমে পাঠরত শিক্ষার্থীদের জন্য প্রথম বাংলা ভাষার অ্যাপ হল টিউটোপিয়া। এইমূহুর্তে প্রচলিত অ্যাপগুলির তুলনায় সবথেকে কম খরচের ও সহজলভ্য অ্যাপ এটি।

পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের জন্য এই উপযোগী অ্যাপটি ডিজাইন করেছেন শ্রী সুব্রত রায়। তাঁর সহযোগীতায় ছিলেন গৌরব দুগার ও অনুরাগ চিরিমারগুগল স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে টিউটোপিয়া। পঠনপাঠনকে সহজবোধ্য করতে ও সাবলীলভাবে ছাত্রছাত্রীরা যাতে মনের আনন্দে পড়া করতে পারে সেকথা মাথায় রেখে শিক্ষাবিদরা এই অ্যাপটি বানিয়েছেন। বাংলা মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এই টিউটোপিয়া অ্যাপ। শুধুমাত্র বিষয়টি ভালোভাবে বুঝতে পারাই নয়,পাঠ্য বিষয় মনে রাখতেও সহায়তা করবে এই অ্যাপ।

বাংলা মাধ্যম শিক্ষার্থীদের নতুন দিশার সন্ধান দেবে এই অ্যাপটি। নতুন প্রজন্মের শিক্ষার্থী ও পড়াশোনা যাদের কাছের ভীতির ও একঘেয়েমির বিষয়, যারা উপভোগ করে পড়তে পারে না তাদের কথা মাথায় রেখে বানানো হয়েছে এটি। শিক্ষার্থীদের উপর সমীক্ষা করে তাদের পছন্দ, লক্ষ্য, পারদর্শীতা ও দুর্বলতা ইত্যাদি বুঝে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়াই আসল লক্ষ্য। টিউটপিয়া প্রাইভেট লিমিটেড এর ডিরেক্টর সুব্রত রায় জানান, “আইসিএসসি ও সিবিএসসি বোর্ডের ছাত্রছাত্রীদের উচ্চমাধ্যমিকের সিলেবাস অনুযায়ী অ্যাপ ডিজাইনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। করোনা মহামারীর সময় বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের জন্য উপযোগী অ্যাপ না থাকায় তাদের পড়াশোনার সুবিধার জন্য অ্যাপ ডিজাইনের কথা ভাবেন তিনি”।

কোর্স মেটেরিয়াল নির্ধারণ করতে বোর্ডের বিভিন্ন বিভাগীয় শাখার বিশিষ্ট ব্যাক্তিদের সাথে পরামর্শ করে টিউটোপিয়া বানানো হয়েছে। এই অ্যাপে নজরকাড়া গ্র্যাফিক্যাল উপস্থাপন ছাড়াও থাকছে থ্রি-ডি অ্যানিমেশন। যাতে পঠনপাঠন উপভোগ করা যায়। অতিরিক্ত তথ্যের পুনরাবৃত্তিতে ছাত্রছাত্রীরা যাতে আগ্রহ হারিয়ে না ফেলে সেই কারণে গল্প বলার মত করে উপস্থাপন করা হয়েছে তথ্য। যা সহজেই মনে রাখতে পারবে ছাত্রছাত্রীরা। বাংলা মাধ্যমে অনলাইন পঠনপাঠনের কোন উপযোগী অ্যাপ ছিল না এতদিন।

“অ্যাপের বিষয়বস্তু সাজাতে নিয়োগ করা হয়েছে বুদ্ধিদীপ্ত, যোগাযোগে দক্ষ, ছাত্রছাত্রী-বান্ধব শিক্ষক। নতুন পরিবর্তিত সিলেবাস অনুযায়ী তৈরী হয়েছে কারিকুলাম”, জানালেন টিউটোপিয়া লার্নিং অ্যাপের ডিরেক্টর গৌরব দুগার।

এই অ্যাপে চালু হওয়া তিনটি কোর্স হল অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণী। এটির বিশেষ আকর্ষণ হল, ২০২১ মাধ্যমিক শিক্ষার্থীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবে এই অ্যাপটি। একটি রেফারেল কোডের মাধ্যমে ফ্রি তে রেজিস্ট্রেশন করতে পারবে পরীক্ষার্থীরা। আরও বিস্তারিত বিবরণ পাওয়া যাবে ওয়েবসাইটে www.tutopialearningapp.com.

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD