What happened in Darjeeling yesterday is so abhorrent that it cannot be described in words: Bengal CM

0
1204
Mamata Banerjee
Mamata Banerjee
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:10 Minute, 0 Second

What happened in Darjeeling yesterday is so abhorrent that it cannot be described in words: Bengal CM

What happened in Darjeeling yesterday is so abhorrent that it cannot be described in words: Bengal CM

Chief Minister Mamata Banerjee today interacted with the media in Darjeeling, in the aftermath of the senselessly violent protests in Darjeeling yesterday.

Mamata Banerjee told the press that the bandh has not had much effect in the Government offices. Attendance in the SDO and BDO offices in Kalimpong, Kurseong, Darjeeling and Mirik were 98-99 per cent.

She said, “Some shops are closed because of fears of damages being caused by miscreants”; however, “the situation is under control and it’s peaceful now” and wished “the people of the Hills remain happy and peaceful”.

Many tourists are still enjoying here the sights of Darjeeling

She loathed the incidents that happened yesterday: “What happened in Darjeeling yesterday is so abhorrent that it cannot be described in words. One can only stage such protests during the prime tourist season if one is bereft of good ideas”. Yesterday, for one-and-a-half to two hours, there was senseless destruction; the protesters had illegally accumulated arms and stones.

This year more than a lakh tourists have come to Darjeeling – both from other States and other countries. The Chief Minister said, “The protesters don’t realise that if anything happens to a foreign tourist, it is India that would get a bad name”.

For this reason, people are very angry with such protests, she said.

Tourism is the mainstay here. “Without tourism, there would be no income for the people, and without vehicles (many of which were burnt down), no trade or tourism”.

“Those who are doing this cannot do anything themselves, so create trouble whenever elections come every five years”. She said that the real reason for the protests was “the loss suffered by GJM in the recent municipal polls”, and that “Bengali being made a compulsory subject in schools was a complete non-issue”.

Mamata Banerjee said that all arrangement have been made to help stranded tourists. The State Government has set up a helpline for tourists as well as for others. It has arranged, at its own cost, special AC buses and Tata Sumos for transporting tourists back. The Government has also requested the Railways to provide additional trains and additional coaches. Airlines have also been requested to provide additional flights since many tourists are stranded in Bagdogra Airport.

The protesters didn’t even spare women, the Chief Minister said. Sixty to 70 police personnel were beaten up; tourists and media personnel were harassed too.

However, Mamata Banerjee said, “the Hills are peaceful now”. “We have shown a lot of restraint since we want peace to reign in the Hills”.

She further said, “We don’t want to encourage any separatist movements; those who do, do not love the State. For us, the whole State is like a family”.

The people of Bengal attach a lot of sentiment is the Hills; the people of the Hills too work all over the State. So everyone should live together happily.

“Hence, I appeal to everyone to maintain peace”

She made another important point, “Let politics have its own place, let people not link personal issues with politics”

Mamata Banerjee warned that “both the Left Front Government and the Centre had compromised, but there is a laxman rekha to compromising too”. “We will take suitable measures to bring the law and order situation under control; the law will take its own course”.

She also stressed that Trinamool supporters were not involved in any untoward activity.

About the CPI(M)’s criticism of the Government’s actions, she said, “The CPI(M) should look at themselves first before criticising us – how they neglected the Hills during their rule”

“The Government’s job is to protect the common people of the Hills, and not to encourage protesters. The police and the Army are now in control of the situation”.

She also thanked the media for portraying the reality.

কাল যা ঘটেছে তার নিন্দার কোনও ভাষা নেই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দার্জিলিঙে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তিনি তথ্যও তুলে ধরে জানান, এই বনধ-এ সরকারি দপ্তরে কোনও সাড়া মেলেনি। কালিম্পঙ এসডিও-বিডিও অফিসে উপস্থিতির হার ছিল ৯৮%, কার্শিয়ং এসডিও অফিসে উপস্থিতি ৯৯%, দার্জিলিঙে ৯৯%, মিরিকে ১০০%।

তিনি বলেন, এখানের বেশির ভাগ দোকান যাদের তাঁরা লিঙ্গুইস্টিক মাইনোরিটি, তারা মূলত ইট, ঢিল ছোঁড়া বা আগুন লাগিয়ে দেওয়ার ভয়ে দোকান বন্ধ রেখেছে। পাহাড়বাসী ও পর্যটক কেউ অশান্তি চায় না, মানুষ ভয় পেয়ে দোকান বন্ধ রাখে।

এক পর্যটকের পরিবার, যারা রাজস্থান থেকে এসেছেন তাদের এক শিশুর পা ভেঙ্গেছে খাট থেকে পড়ে, তারা ওই শিশুকে নিয়ে হাসপাতাল যাচ্ছিলেন। তাদের দেখামাত্র গাড়িতে তুলে হাসপাতালে পৌঁছে দেন মুখ্যমন্ত্রী।

গতকালের দার্জিলিঙের অশান্তি সম্পর্কে তিনি বলেন, মহিলা পুলিশকর্মীদের জামা পুড়িয়ে দেওয়া হয়েছে, আমরা তাদের সাহায্য করার চেষ্টা করছি। আমরা জানি কাল যা ঘটেছে তার নিন্দার কোনও ভাষা নেই। তা সত্ত্বেও দার্জিলিং ভালো আছে, দার্জিলিং ভালো থাক, বাংলা ভালো থাক, দেশ ভালো থাক।

জনগণকে বিশেষ করে আটকে পড়া পর্যটকদের আশ্বস্ত করে তিনি বলেন, আমরা হেল্পলাইন খুলেছি, আমরা এসি বাস ও টাটা সুমো করে মানুষদের পৌঁছে দিচ্ছি সম্পূর্ণ বিনামুল্যে, রেল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি অতিরিক্ত বগি ও ট্রেন দেওয়ার জন্য। বাগডোগরায় প্রচুর মানুষ আটকে আছেন, তাই কিছু প্লেন কোম্পানিকে অনুরোধ করেছি অতিরিক্ত প্লেন দিতে। পুরোপুরি শান্তিপূর্ণ ভাবে পুরো অবস্থা নিয়ন্ত্রণে আছে, অনেক পর্যটক এখনও নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন, উপভোগ করছেন।

তিনি আরও বলেন, বিভিন্ন দেশ ও রাজ্য থেকে লক্ষাধিক পর্যটক এবার দার্জিলিং এসেছে, এইরকম পরিস্থিতি তৈরি করে যারা মানুষকে বিপদে ফেলছে তারা নিজেকেই দেউলিয়া করা ছাড়া কিছু করছে না। মুখ্যমন্ত্রী বলেন, সাধারন মানুষ ও পাহাড়ের মানুষ খুব রেগে আছেন। পর্যটকরা লক্ষ্মী, লক্ষ্মী না থাকলে আয় হবে কোথা থেকে? ট্রেড না থাকলে ট্রেড অ্যান্ড কমার্স চলবে কোথা থেকে? পর্যটক না থাকলে ট্রেড, কমার্স, ট্রান্সপোর্ট চলবে কি করে?

বিচ্ছিন্নতাবাদীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্কুলে বাংলা ভাষাটা কোনও ইস্যুই নয়, পাঁচ বছরে যারা কিচ্ছু করতে পারে নি, তাই ভোটের আগে মনে পড়ে কিছু বিচ্ছিন্নতাবাদী স্লোগান দিই। কাল ঘণ্টা দেড় দুই যাচ্ছেতাই করেছে হঠাত করে, আগের থেকে বন্দুক বোমা, পাথর জমায়েত করে রেখেছিল। পুলিশের প্রায় ৬০-৭০ জন গুরুতর আহত, মেয়েদের পিটিয়েছে, পুলিশকে মেরেছে, সাংবাদিকদেরও তেড়ে যাওয়া হয়েছে। আমরা কোনও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করতেও চাই না, প্রশ্রয় দিতেও চাই না। ৯ লক্ষ পাহাড়বাসী ও পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়া সরকারের কাজ, কোনও চোর, গুণ্ডাকে নয়। এই নির্বাচনে মানুষের রায় দেখে ভয় পেয়ে গেছে, ৫ বছর কিছু করে নি। রাজনীতি রাজনীতির কারনে হোক, কোনও হঠকারী রাজনীতি নয়। আগের সরকার ও দিল্লীর সরকার কম্প্রমাইস করে এদের এত বাড়িয়েছে, লক্ষণ রেখা অতিক্রম করলে আইন আইনের পথে চলবে। আইনের যা যা সিদ্ধান্ত নেওয়ার শান্তির স্বার্থে মানুষের স্বার্থে যা যা করার সরকার করবে। যারা সাপোর্ট করছে তাদের বোঝা উচিত বিদেশী পর্যটকদের গায়ে একটু টাচ লাগলেও বাংলা নয় ইন্ডিয়া হিসেবে গ্রাহ্য হবে। যে সকল রাজনৈতিক দল পরোক্ষ ভাবে উস্কানি দিচ্ছে, তাদের তিনি বলেন, যেখানে ঘটনা ঘটেছে সেখানে তৃণমূলের কেউ ছিল না। ঘোলা জলে মাছ ধরতে না নেমে নিজেদের দিকে তাকান একটু, ৩৪ বছর কিছু উন্নয়ন করেনি পাহাড়ে শুধু কম্প্রমাইস করা ছাড়া।

পুলিশ, সেনা ও সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কাল এত কিছুর পরেও পুলিশ অনেক সহনশীলতা দেখিয়েছে, পুলিশ ও আর্মিকে ধন্যবাদ পরিস্থিতি ২ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনার জন্য। মিডিয়াকে থ্যাংকস জানাই নিজের চোখে দেখে সব করেছে বলে।

সবশেষে তিনি বলেন, আমি চাই পাহাড় শান্তিপূর্ণ থাকুক, ভালো থাকুক। সারা পৃথিবীটাই সবার জন্য এক বাংলার মানুষ পাহাড়কে খুব ভালবাসে; পাহাড়ের মানুষও রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করেন। সবটাই সবার দেশ, সবাই ভালো থাকুক। সমস্ত জায়গা শান্ত আছে, সবাই ভালো আছে ও সবাইকে শান্তি রক্ষা করার জন্য আবেদন করছি।

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD