Read Time:2 Minute, 22 Second
উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করবে বাংলা ও সিকিম
আজ উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করেন সিকিমের মুখ্যমন্ত্রী শ্রী পবন চামলিং। দার্জিলিং ও সিকিম সহ পার্বত্য অঞ্চলের উন্নয়ন নিয়ে আলোচনা হয় বৈঠকে।
বৈঠক শেষে দুই মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন।
পবন চামলিংয়ের বক্তব্য:
-
বাংলা, বিশেষ করে দার্জিলিং অঞ্চল, এবং সিকিমের উন্নয়নের জন্য আমরা একসাথে কাজ করব।
-
আজকে উন্নয়ন নিয়েই আলোচনা হয়েছে। ভুল বোঝাবোঝি সব এখন অতীতের কথা। উন্নততর ভবিষ্যতের জন্য আমরা একসাথে কাজ করব।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য:
-
আমাদের দুটি রাজ্য একেবারে পাশাপাশি। আমাদের রাজ্যের মানুষরা সিকিম যেতে ভালবাসেন। আমরা চাই দুটি রাজ্যের মধ্যে ভালো বোঝাপড়া হোক।
-
দুটি রাজ্য একসঙ্গে যদি কাজ করে, উন্নয়ন আরও বেশী হতে পারে, আরও তাড়াতাড়ি হতে পারে। আমাদের মধ্যে যেসব ছোটখাটো সমস্যা ছিল, তা আমরা মিটিয়ে নেব। আমরা সকলে একসঙ্গে কাজ করব। এটা একটা ভালো যোগসূত্র তৈরী হয়েছে। এতে দুটি রাজ্য আরও কাছে এসছে। বাংলা সিকিমকে ও সিকিম বাংলাকে সাহায্য করবে।
-
পরের বাণিজ্য সম্মেলনে আমরা সিকিমকে আমন্ত্রণ জানাব। জিটিএ কে বলব, কথা বলে সিকিমের সঙ্গে নিজেদের সম্পর্ক ভালো করার।
-
আমরা বিমল গুরুঙ্গের ব্যাপারে কোর্টের রায়কে স্বাগত জানাই। আমরা পাহাড়ের জন্য কাজ করে যাব।
-
আমরা একসঙ্গে কাজ করছি। আমরা চাই দুই রাজ্যেরই উন্নতি হোক।
-
সিকিমের মুখ্যমন্ত্রী আমায় সিকিমে যাওয়ার জন্যও আমন্ত্রণ জানিয়েছেন, আমিও তাঁকে কলকাতা আসার আমন্ত্রণ জানিয়েছি।
Advertisements