Read Time:2 Minute, 51 Second
চৈত্র অবসানে নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালী ও আপামর বৃহত্তর অবাঙ্গালী কলকাতার উত্সব পাগল জনতা৷
এই একদিনই মনে পরে বাংলা ক্যালেন্ডার আর আমরা বাঙালী তাঁর জাত্যাভিমান | তাই এই দিনটাকে মনের খাতায় লিখে রাখতে সবাই চায়,চায় একটু উষ্ণ বাঙ্গালিয়ানায় ভরিয়ে রাখতে |
আর বিষয়টা যদি খাওয়াদাওয়া হয় , তবে এই বিষয়ে মন্দ কিছুই চলতে পারেনা ৷ নিরামিষ বা আমিষ যে খাবারই হোকনা কেন, এটাকে বিশেষ হতেই হবে ৷ এখানে কোনো আপসহীন বিনোদন ছাড়া অন্য কোনো কথা নেই ৷
তাই দিনটা যদি কাটে গঙ্গার ওপর জমিদারী মেজাজে আর ভোজন-রসিক বাঙালীদের এই রসনার পরিতৃপ্তির বিষয়টা মাথায় রেখেই এবার কোমর বেঁধে আসরে নামতে চলেছে “ফ্লোটেল” ৷
“ফ্লোটেল” হলো গঙ্গা বক্ষে ভাসমান এক বিলাসবহুল হোটেল ৷ বিবাদী বাগ চক্র রেল স্টেশন এর কাছেই কলকাতার মিলেনিয়াম পার্কের গা ঘেঁষে গঙ্গার ওপর ভাসমান রয়েছে এই হোটেল ৷
এখানে ১৪ ও ১৫ এপ্রিল বর্ষবরণের খাওয়াদাওয়ার বিশেষ ঘোষণা করা হলো ৷ দ্বিপ্রাহরিক আহার থেকে নৈশাহার সবই মিলবে এখানে ৷
এখানে এই দুইদিন দুপুর ১২.৩০ মিনিট থেকে বিকেল ৩.৩০ মিনিট পর্যন্ত লাঞ্চের খাওয়া যেমন কেউ খেতে আসতে পারেন , তেমনই সন্ধ্যে ৭.৩০ থেকে রাত ১১.৩০ পর্যন্ত খাওয়া যেতে পারে রাতের খাবার ৷

লাঞ্চ ও ডিনার একসাথে করলে দিতে হবে মাথা পিছু ১২৯৯ টাকা ও জিএসটি ৷
যদিও ৮ বছরের কম বাচ্চাদের জন্য এখানে ৮৯৯ টাকা ও জিএসটি দিলেই হবে ৷ শুধু বাঙালী খাবার নয় পাশাপাশি থাকছে পাঞ্জাবী খাবারেরও এলাহী আয়োজন ৷
“চিন্গারী কোই ভড়কে তো শাওন উসে বুঝায়ে, শাওন জো অগণ লাগায় উসে কোন বুঝায়” অমর প্রেম এর সেই গানটা নতুন করে জানার সময় এই নববর্ষ কিনা সেটা রসিক মানুষই বলতে পারবেন|
নিউস : গায়েত্রী কর ত্রিপাঠী
Advertisements