Read Time:1 Minute, 59 Second
বাইরে তখন কাল বৈশাখীর হালকা বৃষ্টি হচ্ছে আর ভিতরে “বৃষ্টি তোমাকে দিলাম” ছবির অভিনেতা অভিনেত্রী দের চাঁদের হাট| চিরঞ্জিত ,বাদশা মিত্র , জয়া , নিমাই ঘোষ , সংগীতকার দেবু দা এবং পরিচালক অর্নব পাল,কন্যা সহ প্রযোজক ও বালাজী মোশন পিকচার কর্ণধার রবি শেখর সিংহ |
চিরঞ্জিত বললেন অনেক দিন বাদে এমন একটা আকর্ষনীয় চরিত্র টালিগঞ্জ থেকে বেরোবে | স্পিল্ট পার্সোনালিটি ডিস্অর্ডার এমন একটি বিষয় যা সব সময় মানুষ কে এক জটিল মনস্তত্ব নিয়ে ভাবে | জায়া এহেসান বৃষ্টির চরিত্র সম্পর্কে বললেন “খুব চ্যালেঞ্জিং রোল, চেষ্টা করেছি বাস্তব মত ফুটিয়ে তোলার”|
বাদশা ও দেবজ্যোতি মিশ্র দুজনেই খুব আশাবাদী এ ছবি নিয়ে| বর্ষিয়ান অভিনেতা নিমাই দা কে সবাই খুব প্রশংসা করলেন ৫০ বছরের অভিনেতা জীবন নিয়ে |
তবে বলতে হয় পরিচালক অর্নব তাঁর দীর্ঘ কলাকুশলী জীবনের অভিজ্ঞতাকে পাথেয় করে যে পরিচালকের জীবন শুরু করলেন, তা বেশ কঠিন একটি বিষয়কে নিয়ে আশা করা যায় থ্রিলার আর সাসপেন্স নিয়ে জমজমাট হবে এ ছবি|
ছবি সুমন মুন্সী
Advertisements