Read Time:2 Minute, 34 Second
সাংবাদিক ঐক্যের লক্ষ্যে নিবেদিত প্রাণ বিষ্ণু চন্দ্র পাল সভাপতি ,অল ইন্ডিয়ান রিপোর্টার্স অ্যাসোসিয়েশন,পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি তীব্র প্রতিবাদ করলেন জেলাশাসকের কাছে | ঘটনার দিন 23.05.2018 ঝালদা 1 নম্বর ব্লক অফিসের সামনে বাইক রাখাকে কেন্দ্র করে একটি দুর্ভাগ্যজনক ঘটনায়, মাননীয় বি.ডি.ও. র দেহরক্ষী তাঁকে অত্যন্ত অশোভনীয় ভাষায় অপমান করেছেন আমাদের মাননীয় সদস্য শ্রী জয়প্রকাশ কুইরীকে | অভিযোগ পেয়ে শ্রী পাল সাথে সাথে পত্র যোগে জেলা প্রশাহনের কাছে অভিযোগ জানান|
সকল সংবাদপত্র ও মিডিয়ার বন্ধুদের ঐক্য বদ্ধ ভাবে এর প্রতিবাদ জানাতে অনুরোধ করছি |
অভিযোগ পত্র ও প্রতিবাল চিঠির প্রতিলিপি নিচে দেয়া হলো |

প্রতি
মাননীয় জেলা শাসক,
পুরুলিয়া জেলা ,পশ্চিমবঙ্গ।
মহাশয়,
আপনার অবগতির জন্য জানাই, আমার পুরুলিয়া সংবাদপত্রের সাংবাদিক তথা অল ইন্ডিয়ান রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য জয়প্রকাশ কুইরী আমাদের কাছে একটি গুরুতর অভিযোগ করে জানিয়েছেন যে, ঝালদা 1 নম্বর ব্লক অফিসের সামনে বাইক রাখাকে কেন্দ্র করে একটি দুর্ভাগ্যজনক ঘটনায়, মাননীয় বি.ডি.ও. র দেহরক্ষী তাঁকে অত্যন্ত অশোভনীয় ভাষায় অপমান করেছেন। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি, তিনি আমাকে জানিয়েছেন যে ঘটনাটির বিষয়ে তিনি বি ডি ও কে ফোনে বিস্তারিত ভাবে জানিয়েছেন।
আপনার কাছে আবেদন ঘটনাটির অনুসন্ধান করে ব্যবস্থা গ্রহন করতে অনুরোধ করছি ।
অভিযোগের প্রতিলিপি দিলাম।
বিনীত
বিষ্ণু চন্দ্র পাল
সভাপতি
অল ইন্ডিয়ান রিপোর্টার্স অ্যাসোসিয়েশন।
পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।
Advertisements