Read Time:3 Minute, 11 Second
হঠাত মাঝ রাতে ফোন এক বন্ধুর “দাদা ভায়রা ভাই অসুস্থ্য, ডাক্তার পিজি তে রেফার করেছেন , কিন্তু বেশি দেরী করলে রোগী কে বাঁচানো যাবে না|” পেশা সাংবাদিকতা তাই নানা জনের সাথে পরিচয়, ফোন করলাম বন্ধু কল্যাণকে “ভাই যে করে হোক ভর্তি করতে হবে সেরিব্রাল হয়েছে|”
কল্যাণ ভেবে বলল “রাত দুটো বাজে এখন কি কেউ ফোন ধরবে , কাল সকালে কল কর পাঁচু দার নম্বর দিচ্ছি”|
দেরী না করে সেই রাতেই ফোন করলাম , পরিচয় দিলাম এবং অনুরোধ রাখলাম যদি কিছু করা যায় | কোনো আশা করিনি যে কেউ ফোন ধরবে এবং ওই রাতে কথা বলবে | আশ্চর্যের বিষয় পরিস্কার বললেন ইমার্জেন্সি তে নিয়ে যান আমি বলে রাখছি | আমাকে চেনেন না ,জানেন না , কিন্তু কোনো বিরক্তি ছাড়াই পাশে দাড়ালেন |
পরের দেড় মাস জমে মানুষে টানা টানি কিন্তু রোগী ভালোর পথে এবং অনকেটা বিপদ কেটেছে |
কিন্তু মজার ব্যাপার পাঁচু দা ফাঁক পেলেই খোঁজ নিয়েছেন এবং গাইড করেছেন সকল বিষয়ে |
আমার ধারণা ছিল সাংবাদ মাধ্যমের বন্ধু বলে বিশেষ এই ব্যবস্থা , কিন্তু না বন্ধু জানালেন পাঁচু দা এই রকম কাজ ই করেন এবং চেনা অচেনা বলে কিছু নেই | উনি মানুষের জন্য সবসময় কাজ করে যান |
একদিন গেলাম মানুষ টিকে দেখতে , নিপাত ভদ্র ও মার্জিত ব্যবহার কোনো অহংকার নেই |
কিন্তু ভালো মানুষের শত্রুর অভাব নেই, তাঁর এই মানবিক রূপ অনেকের বিশেষ চক্ষুশূল|
কিছু বললেই বলেন , “মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সকল রোগীর প্রতি বিশষ নজর রাখতে হবে স্বাস্থ্য কর্মীদের , আমি সরকারী কর্মী আদেশ পালন করছি মাত্র| যখন রোগীর বাড়ির লোক বলে দাদা আজ ছুটি হয়ে গেল , তখন খুব আনন্দ হয় | সরকারি স্বাস্থ্য পরিসেবা ঘুরে দাড়িয়েছে | “
আমার বন্ধুটি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, কিন্তু পাঁচু দার কাছে সব মানুষ সমান এটা মুখের কোথায় নয় কাজে প্রমান করে দিয়েছেন |
এই পাঁচু গোপাল বাবুদের মত মানবিক গুণ সম্পন্ন মানুষ আছেন বলেই “মা, মাটি ও মানুষের সরকার প্রকৃত অর্থে মানুষের সরকার”|
আমরা আশা করি আপনার মত জনদরদী মানুষ আরো বেশি করে আসবে বাংলায় |
Advertisements