শর্ট ফিল্ম “এক দিনের স্বাধীনতা”-সমাজের বাস্তব কে তুলে ধরেছে পরিচালক রাজকুমার দাস:
নিজস্ব প্রতিবেদক
বর্তমান দেশের পরিস্থিতি প্রতিটি নাগরিক মানুষের কাছে এক প্রশ্ন চিহ্ন র সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে,সেই সময় পরিচালক রাজকুমার দাস তার সাম্প্রতিক ছোটদের নিয়ে তৈরী করেছে শর্ট ফিল্ম “এক দিনের স্বাধীনতা”। ছবিটি গত ২২শে ডিসেম্বর প্রথম প্রদর্শিত হলো যাদবপুরে শহীদ স্মৃতি সংঘ আয়োজিত চতুর্থ শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে। ছবিতে বর্তমানে আমরা ঠিক কতটা স্বাধীন হতে পেরেছি সেই ঘটনাই তুলে ধরেছেন পরিচালক।এক অনাথ পথ শিশুর কাছে স্বাধীনতা ঠিক কী বার্তা নিয়ে তাঁদের মননে চিন্তনে বিরাজ করে সেই ঘটনাকে প্রস্ফুটিত করার প্রয়াস করা হয়েছে।চিত্রনাট্য আরও একটু মজবুত হওয়ার প্রয়োজন ছিল,তবুও বলা যায় সামাজিক বার্তা মানুষের হৃদয়ে ঠিক পৌঁছে যাবে তা বলাই চলে। ছবির চিত্রগ্রহনে প্রেম কুমার,সম্পাদনা ও আবহ অনিতেশ অধিকারী।
ছবিতে প্রথম অভিনয় করে ছোট্ট শিশু শিল্পী মাস্টার ঋক দাস।উক্ত ফিল্ম ফেস্টিভ্যালে তার হাতে স্মারক ও মানপত্র তুলে দেওয়া হয় কতৃপক্ষের তরফে।ঋক দাস আগামী দিনে সুন্দর অভিনয় করবে তা তার প্রথম ক্যামেরার সামনে স্বতস্ফূর্তভাবে অভিনয় ই প্রমান করে।চিত্রসাথী ফিল্মস এর ব্যানারে নির্মিত ছবির প্রযোজনায় শ্রীমতী মৌসুমী দাস।তেরো মিনিটের ছবিতে ঋক এর সাথে অভিনয় করেছেন মাস্টার পুষ্পেন্দু মন্ডল ও নীল আকাশ।”এক দিনের স্বাধীনতা”-সকলের কাছে আরও বেশি বেশি করে ভালো লাগবে এই শুভেচ্ছা রইলো।