ওয়েস্ট বেঙ্গল স্মল নিউজ পেপারস এডিটরস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উত্তর ২৪ পরগণা জেলার সাংবাদিকদের সংঘবদ্ধ আন্দোলনে ডাক
মধ্যমগ্রাম :ওয়েষ্ট বেঙ্গল স্মল নিউজ পেপারস এডিটরস ওয়েলফেয়ার এসোসিয়েশন। জেলা থেকে প্রকাশিত সংবাদপত্রের সম্পাদক সাংবাদিক চিএ সাংবাদিকদের নিজস্ব সংগঠন। ২২দফা দাবি নিয়ে সংগঠন লড়াই আন্দোলনে সোচ্চার হয়েছে। ১৯টি জেলায় সংগঠনের শাখা রয়েছে। জেলা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলিকে বাচিয়ে রাখতে সংগঠনকে মজবুত ও শক্তিশালী করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ একান্ত জরুরি। সংগঠনের উত্তর ২৪ পরগণা জেলার সন্মেলনে নবনির্বাচিত কমিটি গঠনে উপস্হিত বিভিন্ন সংবাদপত্রেয় সম্পাদক সাংবাদিক চিএ সাংবাদিকরা ঐক্যবদ্ধ লড়াই আন্দোলনে সোচ্চার হয়। রবিবার দুপুরে মধ্যমগ্রাম ৩নং চন্ডীগড়ে সংগঠনের রাজ্য দপ্তরে হয় উত্তর ২৪ পরগণা জেলার সন্মেলন। সভায় সভাপতিত্ব করেন যমুনামতি সংবাদপত্রের সম্পাদক সরোজ কান্তি চক্রবর্তী। জেলার আটটি সংবাদপত্রের সম্পাদক সাংবাদিক চিএ সাংবাদিকরা সন্মেলনে যোগদান করেন।
স্বাগত ভাষন দেন সংগঠনের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি চিত্তরঞ্জন চট্টোপাধ্যায়। বলেন আগামী ১৪-১৫মার্চ ২০২০ রাজ্য সন্মেলন হবে সংহতি ফুলতলা। সংগঠনকে বাচিয়ে রাখতে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই আন্দোলনে সকলকে সামিল হতে হবে। ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হতে হবে। রাজ্য সন্মেলন কে সুষ্ঠু ভাবে করতে জেলা শাখা সংগঠনকে বেশি করে শক্তিশালী ও মজবুত করতে উত্তর ২৪ পরগণা জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ বেশি প্রয়োজন। বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামুলক কর্মসূচি গ্রহন করতে আহ্বান করেন রাজ্য সভাপতি। সন্মেলন থেকে উত্তর ২৪ পরগণা জেলার নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। সভাপতি সৈয়দ জাহাঙ্গীর হাবিব। সাধারণ সম্পাদক অলোক আচার্য। কোষাধ্যক্ষ রানাজী বসু।
যুগ্ম সম্পাদক সৈয়দ রেজওয়ানূল হাবিব,অনন্ত চক্রবর্তী,মলয় দাস। সহ:সভাপতি মাবিরুল গনি। উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সরোজ কান্তি চক্রবর্তী। রাজ্য কমিটির সর্বসন্মতিক্রমে পদাধিকারী নির্বাচিত করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক রজত মিস্ত্রী,জেলা কমিটির পক্ষে সৈয়দ জাহাঙ্গীর হাবিব,অলোক আচার্য,অনন্ত চক্রবর্তী,এবং সাবিরুল গনি।
Source Barasat Press Club Group