দুর্গা পুজোর টাকা বাঁচিয়ে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা কৃতি প্রতিভাদের স্কলারশিপ প্রদান
উত্তর কলকাতার সুকীয়া স্ট্রিটের ১১১ বছরের বারোয়ারি দুর্গা পূজা কমিটি বৃন্দাবন মাতৃ মন্দির আগামী ১৯শে জানুয়ারী ,রবিবার বিকেল ৫:৩০ মিনিট থেকে সুকীয়া স্ট্রিটে বার্ষিক স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান করতে চলেছে ,এবার পিঙ্কি রায় স্মৃতি স্কলারশিপ, গণিতজ্ঞ নির্মল চন্দ্র লাহিড়ী স্মৃতি স্কলারশিপ সহ মোট ৩০ জন রাজ্যের নানান প্রান্তের আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা কৃতি ছাত্রছাত্রীদের ১০,০০০ টাকা করে সর্বমোট ৩,০০,০০০ টাকা অর্থমূল্যের স্কলারশিপ প্রদান করা হবে ,গত ৭ থেকে ৮ মাস ধরে ক্লাবের নিজস্ব ওয়েবসাইটের মধ্যমে প্রায় সমগ্র রাজ্যব্যাপী গ্রহণ করা অসংখ্য আবেদনের মধ্যে থেকে সেরা ৩০জনকে মনোনীত করা হয়েছে এই স্কলারশিপের জন্য, এই নিয়ে ষষ্ঠ বছর। আজ থেকে ৬ বছর আগে মাত্র ১০,০০০ টাকা সাশ্রয় করে শুরু করা এই স্কলারশিপ প্রদান করার উদ্যোগ এই বছর তিন লাখের গন্ডিতে পৌছেছে।স্বল্প বাজেটের দুগ্গা পুজো কমিটি হলেও শতাব্দী প্রাচীন বৃন্দাবন মাতৃ মন্দিরের এই প্রচেষ্টা জারি থাকবে আসছে বছরেও।