বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের নিয়ে আইএসইআর ও সায়েন্স সিটির অনুষ্ঠান
By PIB Kolkata
কলকাতা, ১৮ জানুয়ারি ২০২০
উচ্চশিক্ষাক্ষেত্রে নেতৃত্বস্থানীয় ব্যক্তিস্বত্ত্বা গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ২০১৮ সালে শিক্ষাক্ষেত্রে নেতৃত্বদান সংক্রান্ত কর্মসূচী ‘লিপ’ শুরু করে। দেশজুড়ে ২০১৮-১৯ সালে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচির সফল বাস্তবায়নের পর, মন্ত্রক ২০১৯-২০ সালে এই কর্মসূচির দ্বিতীয় পর্যায় শুরু করে। দেশের উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে পরবর্তীকালে যারা নেতৃত্বদেবেন, সেই সব সম্ভাবনাময় ব্যক্তিত্ব এই কর্মসূচীতে যোগ দেন। এঁরা মুলত বিভিন্ন শিক্ষা প্রতিষথানের ডিন, বিভাগীয় প্রধান পদাধিকারী। ২০১৮-১৯ সালে সফলভাবে ‘লিপ’ কর্মসূচী রূপায়নের পর, ২০১৯-২০ সালেও কলকাতারভারতীয় বিজ্ঞান শিক্ষাএবং গবেষণা সংস্থা ( আইআইএসইআর)
‘লিপ ২০২০’ আয়োজন করছে। সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এই কর্মসূচির বৈদেশিক অংশীদার ।
কলকাতার সায়েন্স সিটিতে আইআইএসইআর আয়োজিত ‘লিপ ২০২০’ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ ১৮ জানুয়ারী ২ টি বক্তৃতার আয়োজন করা হয়। “ব্যালেন্সিং ব্লু স্কাই এন্ড অ্যাপ্লাইড রিসার্চ – দ্য রোল অফ লিডারশিপ”- এই বিষয়ে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা পর্ষদের মহানির্দেশক ডঃ শেখর মান্ডে। সর্বভারতীয় কারিগরি শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ডঃ অনিল সহস্রবুদ্ধের বিষয় ছিল “ বিল্ডিং নেটওয়ার্ক নেটওয়ার্ক ফর ভাইব্র্যান্ট একাডেমিক এনভায়রনমেন্ট ইন ইন্ডিয়া- পলিসি এন্ড রোল অফ ইন্সটিউট “ ।