সমাজ সেবার পথিকৃৎ লক্ষী কাশী চ্যারিটেবল ফাউন্ডেশনের
হাওড়ার জনপ্রিয় সমাজসেবক দম্পতি শ্রী কাশীনাথ দাস ও তার সহধর্মিণী শ্রীমতী লক্ষী দাস সকলের পরিচিত তাদের সমাজসেবা মূলক কাজের জন্য ।রবিবার হাওড়ার কদমতলায় তাঁদের আন্তরিক প্রচেষ্টায় প্রায় পাঁচশো জন অসহায় গরীবদের বস্ত্র প্রদান করা হয়, পাশাপাশি প্রায় পঁচিশজন থ্যালাসেমিয়া অসুস্থদের আর্থিক সাহায্য করেন তিনি।এই শুভ উদ্যোগে সামিল ছিল রাজ্যের সমবায় মন্ত্রী শ্রী অরূপ রায়,সাথে ছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়,শিউলী রামানি গোমস,অভিনেতা চঞ্চল মুখার্জী,দেবরাজ রায় প্রমুখ।অনুষ্ঠান শেষে সৈকত মিত্র ও শিবাজী চট্টোপাধ্যায়ের গানের অনুষ্ঠান ও ছিল। গরীব মানুষদের সেবায় নিয়োজিত এই সংস্থা সদাই নিঃস্বার্থ ভাবে সরকারী সাহায্য ছাড়াই এই জনহিতকর কাজ করে ক্রমশঃ এগিয়ে চলেছে যা সত্যি এক নজির।
About Post Author
Editor Desk
Please enter a description
Please enter a price
Please enter an Invoice ID