কোলকাতার দুই স্বর্ণ ব্যবসায়ী সংস্থা পেলো সর্বভারতীয় স্তরের সম্মান
হীরক মুখোপাধ্যায় (১৯ ফেব্রুয়ারী ‘২০):- কোলকাতার দুই স্বর্ণ ব্যবসায়ী সংস্থা ‘নেমিচাঁদ বামালওয়া এণ্ড সন্স’ এবং ‘কুলথিয়া জুয়েল প্রাইভেট লিমিটেড’ এবার একযোগে পেলো সর্বভারতীয় স্তরের সম্মান।
‘অল ইণ্ডিয়া জেম এণ্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিল’ তাদের ‘নবম জাতীয় জহরত পুরস্কার’ অনুষ্ঠানে এবার সর্বভারতীয় স্তরে মোট আটটি বিভাগকে পুরস্কার দেবার জন্য বেছে নেয়।
তারমধ্যে একদিকে ‘জেম অব দ্য ইয়ার ইস্ট’ পুরস্কার পেয়েছে কোলকাতার স্বর্ণ ও জহরত ব্যবসায়ী ‘নেমিচাঁদ বামালওয়া এণ্ড সন্স’, অপরদিকে ‘এক্সেলেন্স এণ্ড স্টোর’ বিভাগে পুরস্কৃত হয়েছে কোলকাতার অপর স্বর্ণ ও জহরত ব্যবসায়ী ‘কুলথিয়া জুয়েল প্রাইভেট লিমিটেড’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা শারদ কেলার ও অভিনেত্রী এষা গুপ্তা।
About Post Author
Editor Desk
Please enter a description
Please enter a price
Please enter an Invoice ID