রঙের আনন্দে রঙিনতর হোলি উৎসব কিংস্ মেনিয়া
‘আজ সবার রঙে রঙ মেশাতে হবে’- কবি গুরুর গানের তালে চারিদিকে বসন্তের রঙে রঙিন। ক্যালেন্ডারের পাতায় যতই বাঙালির দোল কিংবা অবাঙালীর হোলির দিনক্ষনের বিভেদ নামাঙ্কিত থাকুক না কেন জাতি ধর্ম বর্ন নির্বিশেষে আজ ফাগুনের রঙে মাতোয়ারা সবাই। ঠিক তেমনি সোমবার দক্ষিণ কলকাতার রামচন্দ্রপুরে অবস্থিত শুভম গার্ডেনে রং বাহারে রঙিন হয়ে উঠল সুপরিচিত প্রোডাকশন হাউস কিংস্ এন্টারটেনমেন্ট আয়োজিত হোলি উৎসব ‘কিংস্ মেনিয়া’। এবছর দ্বিতীয় বর্ষে পদার্পন করে এই রঙিন উৎসব। আর এই উৎসবের প্রাঙ্গনে ছিল চাঁদের হাট। যেখানে একে অপরের সঙ্গে রঙের আনন্দে মেতেছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী, অভিনেতা রানা মিত্র, কৌশিক চক্রবর্তী, পরিচালক অনিন্দ্য সরকার, প্রযোজক পবন কানোরিয়া, জয় বদলানি,দেবলিনা বিশ্বাস, ক্যান্ডি দাস, মিষ্টি দাস, পল্লবী মুখার্জি, সায়ক চক্রবর্তী, মৌমিতা দাস, সুমি দাস, দেবস্মিতা ব্যানার্জী, দেবশ্রী দত্ত, প্রিয়াঙ্কা হালদার, শমু মিত্র, গায়িকা রিমা দেব রায়, ফ্যাশন ডিজাইনার প্যানসি সাহা সহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
বিভিন্ন পেশার প্রায় ১৫০জনের উপস্থিতিতে এই উৎসব হয়ে উঠেছিল বর্ণময়। শুধু কি তাই এদিন ইভেন্ট অর্গানাইজার শমু মিত্রের উদ্যোগে মুম্বাই থেকে আগত সংগীত শিল্পীদের সাথে মিশে যায় বাংলার বাউলের কন্ঠের জাদু। আর একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ে নৃত্যের ছন্দ। যা এদিনে এক আলাদা মাত্রা যোগ করে। উৎসব মানেই ডায়েটকে পিছনে ফেলে ভরপুর খাওয়া দাওয়ার আনন্দ। আর এই আনন্দে তন্দুরি চা থেকেই শুরু করে নানান সুস্বাদু পদের আয়োজন ছিল চোখে পড়ার মত।
এদিন এই রঙিন উৎসবে কিংস্ এন্টারটেনমেন্ট -এর কর্ণধার শ্রী কিংশুক গুন জানান, “আজকালকারযুগে আমরা ক্রমশ যান্ত্রিক হয়ে পড়ছি। একে অপরের সাথে সময় কাটাতে বাড়ছে অনীহা। তাই আমার উদ্দেশ্য এই অনুষ্ঠানের মাধ্যমে বন্ধুত্ব স্থাপন করা। কারণ হোলি উৎসব আমার কাছে এক মিলন উৎসব। যেখানে জাতি ধর্ম নির্বিশেষে একত্রিত হয়ে ভালোবাসার রঙে মেতে ওঠা যায়। “
নাচে ,গানে, রঙের বাহারে মুখরিত হয়ে উঠেছিল এবছরের হোলি উৎসব ‘কিংস্ মেনিয়া’