পথসভার অঙ্গ রূপে এবার পথনাটিকার আশ্রয় নিতে চলেছে রাজ্য বিজেপি
এম রাজশেখর (১৭ মার্চ ‘২০):- জনসমর্থন বাড়াবার লক্ষ্যে পথসভার অঙ্গ রূপে এবার পেশাদার অভিনেতা অভিনেত্রী দিয়ে পথনাটিকা করাতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। এই পর্যায়ে প্রথম পথনাটিকা প্রদর্শিত হবে রাজ্য বিজেপির সদর দপ্তরের সামনে মুরলী ধর সেন রোডে।
ভারতীয় জনতা পার্টি-র প্রদেশ শাখার এই সিদ্ধান্তের ভেতর সাবেক বাম আন্দোলনের ছবি দেখতে পাচ্ছে রাজ্যের বুদ্ধিজীবী মহল।
পথনাটিকার বিষয়ে তথ্য প্রদান করতে গিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি-র স্বাস্থ্য পরিষেবা প্রোকোষ্ঠ-র অন্যতম মুখ দেবাদিত্য চাকী জানিয়েছেন, “কোরোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রথমে কোরোনা ভাইরাস সম্পর্কিত পথনাটিকা করা হবে। পথনাটিকার নির্দেশনার দায়িত্বে থাকবেন টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম পরিচিত মুখ শুভ্র মজুমদার।”
পথনাটিকা সম্পর্কে শুভ্র মজুমদার-এর সাথে দূরভাষে যোগাযোগ করা হলে তিনি জানান, “প্রথমে কোরোনা ভাইরাস সম্পর্কে পথনাটিকা হলেও পরে সিএএ, এনপিআর এবং এনআরসি-র মতো বিষয়েও পথনাটিকা প্রদর্শিত হবে।”
ভারতীয় সাংস্কৃতিক পরিমণ্ডলের অন্যতম ঘরাণা পথনাটিকা আজ লুপ্ত প্রায়। সেই লুপ্ত প্রায় ঘরাণাকে আবার জনসমক্ষে ব্যাপকভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি-র পশ্চিমবঙ্গ প্রদেশ শাখা ইতিমধ্যেই সুধীজনদের প্রশংসা পেতে শুরু করেছে।
এই পর্যায়ের পথনাটিকাগুলো রাজনৈতিক ভাবাদর্শের উপরে উঠে কতটা তথ্য নির্ভর ও নান্দনিক হয়ে উঠতে পারে সেটাই এখন জনগণের আলোচ্য বিষয়।