বন্ধন ব্যাঙ্কের আমানত ৩২ শতাংশ বাড়ল, এখন তা ৫৭ হাজার কোটি টাকারও বেশি
সেবির (SEBI) নিয়ম অনুযায়ী, আজ বন্ধন ব্যাঙ্ক স্টক এক্সচেঞ্জে তাদের আমানত, মোট প্রদেয় ঋণ ও অন্যান্য আর্থিক খুঁটিনাটি বিস্তারিত ভাবে জানিয়েছে। ওই নোটিশ এ বলা হয়েছে যে সদ্য সমাপ্ত আর্থিক বছরে বন্ধন ব্যাঙ্কের আমানত বেড়েছে ৩২ শতাংশ। ব্যাঙ্কের মোট আমানতের আয়তন দাঁড়িয়েছে ৫৭,০৭৩ কোটি টাকা।
সোমবার বন্ধন ব্যাঙ্কের তরফে স্টক এক্সচেঞ্জে জানানো হয়েছে, তাদের মোট আমানতের ৭৮.৪ শতাংশই হল রিটেল ডিপোজিট। গত আর্থিক বছরে যা ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ৩১ মার্চ ২০২০ যার আয়তন ছিল ৪৪,৭৬০ কোটি টাকা। গত আর্থিক বছরের শেষে বন্ধন ব্যাঙ্কের মোট আমানতের আয়তন ছিল ৪২ হাজার ২৩২ কোটি টাকা।
৩১ মার্চ ২০২০ অবধি ব্যাংকের কাছে লিকুইডিটির পরিমান ৮৪০২ কোটি টাকা এবং প্রয়োজনে ব্যাঙ্ক রিজার্ভ ব্যাংকের কাছ থেকে আরো ১৮১৫ কোটি টাকা অতিরিক্ত নিতে পারবে।
চলতি লকডাউনের কারণেও মাইক্রোব্যাঙ্কিং ব্যবসায় তেমন আঁচ পড়েনি। মাইক্রোব্যাঙ্কিং আমানত স্থিতিশীল এবং মজবুত।
চরম মন্দার ভ্রূকুটির মধ্যে বন্ধন ব্যাঙ্ক আশা করছে ভালো ভবিষ্যতের কিন্তু মাইক্রোফিনান্স যাঁদের সহযোগিতায় চলে তাদের মতো দিন আনি দিন খাইদের ভাগ্যে যে গভীর অমাবশ্যার অন্ধকার । সার্বিক মন্দার আবহাওয়ায় মাইক্রোফিনান্স নিশ্চিত ভাবে এক অতি স্পর্শকাতর সেক্টর ।
আগামী ২-৩ টি ত্রৈমাসিক রিপোর্ট বলবে এই করোনার কারণে ব্যাঙ্কিং ও ফিনান্স কতটা বিপন্ন হলো ।