অভিজিৎ পাল, কলকাতা, ২৫,জুলাই ২০২০
“…..জানি একদিন কেটে যাবে এ দুঃসময় “
আলোর কাছে রাখা আছে যে নিরাবতা সে’ও তো অর্থময়.
.. হ্যাঁ, আমি “বোবাশহর” থেকে বলছি….
বলছি এখনও হলুদ পাখি তার আশার কিরণ নিয়ে শেষ উড়ান ভরছে..
এখনও শেষ বিকেলের আগে আকাশের কোনায় কোনায় আলোর ছিটে পড়ছে.. Alive india এর লেবেলে সুপ্রতীক ঘোষের নতুন গান “বোবাশহর” মুক্তি পেয়েছে…
একটা গান তখনই ‘মুক্তি’ পায় যখন তার আত্মা, আত্মীয়র খোঁজ পেয়ে যায় … একটা গানের আত্মীয় প্রথমে লেখক, সুরকার এবং স্বয়ং প্রান প্রতিষ্ঠাকারী কণ্ঠশিল্পী.
স্বপ্ন আর স্বপ্নপূরণের মধ্যে একটা সূক্ষ্ম সুতোর পার্থক্য থাকে, কিন্তু ইহাদের দূরত্ব হয় কয়েক হাজার মাইলের….
“পেশা যদি নেশা হয়” জীবন দৃঢ়তা পায় আর “নেশা যদি পেশাকে পায়” তবে তার জান্নাত হাসিল হয়..
সুপ্রতীক ঘোষ তার ভাবনার সাথে ভারতের চারদিক’কে মিলিয়ে দিতে চলেছেন..চেষ্টা কোরে চলেছেন একজন ইন্ডিপেনডেন্ট আর্টিস্ট হিসেবে…
বোবা শহরের ভিতর থেকে আবার ঝনঝনিয়ে উঠবে মাইক্রোফোন, সিম্ফনির পরতে পরতে বেঠোফেন হাত ধরবে নতুন প্রজন্মের…. যাদের কথা কেউ ভাবার সময় পায়নি, তাদের কথা বলবে, ” ভালোবাসি বাংলা “নতুন গানের মঞ্চ…
বেঙ্গালুরুর ব্যান্ড “AURKO “এর ফ্রন্টম্যান সুপ্রতীক “বোবাশহর ” কে আবার হলুদপাখির ডানায় বাঁচানোর স্বপ্ন দেখছে…
সর্বোপরি স্বপ্ন দেখছে আবার এক বাঙালী তার বাংলাগান কে নিয়ে..
আমাদের কে নিয়ে….
কি মনে হয় !
পারবে.. !…
লড়াইটা কিন্তু এবার বাইরের নয় ভিতরের….
পুনঃ
বোবা শহরের কথা লিখেছেন
উৎপল দাস
সুর করেছেন
রূপেন্দু বসু
মিউজিক আররেঞ্জমেন্ট করেছেন
সৌভিক গুহ
@অভিজিৎ পাল