শার যো তেরা চাকরাযে ইয়া দিল ডুবা যায় ।
আজা পিয়ারে পাস্ হামারে কাহে ঘাবড়ায়ে ।।
মালিশ তেল মালিশ ।
ড: পলাশ বন্দ্যোপাধ্যায়,কলকাতা ,২৮.০৭.২০২০
দাদা!অ দাদা! আপনি কি সব জানেন? সব বোঝেন? ইঞ্জিনিয়ারিং,প্লাম্বিং,বিজ্ঞান, বিজ্ঞাপন,ডাক্তারি,ইতিহাস,ড্রাইভারি,ভূগোল,পড়ানো, পরানো সব? ভালো! খুব ভালো!
তা দাদা! সব কি আপনি শিখে জেনে জানেন, করেন? নাকি আপনার ম্যাচেরাল ট্যালেন্ট? প্রথমটা হলে ঠিক আছে!দ্বিতীয় টা হলে…দাদা গো! অত চাপ নিয়েন না! চাপ দিয়েন না!
আছে তো! আছে তো কম জানা ,থুরি, কম বিষয়ে বেশি জানা মানুষেরা!তাদের উৎসাহ,ইচ্ছে,সময়,মনযোগ অনেক বেশি আপনার থেকে। আপনি আর কত খাটবেন?বরং প্রত্যেকে তার শিখে আসা শিখতে থাকা কাজটাই করুক না! আপনি বরং ,যেটা জানেন সেটাকে পেশা করুন,আরো একটা কিছু করুন জাস্ট ভালো লাগে বলে।
আপনি সর্বজ্ঞ জেনেও একটা বিনি পয়সার জ্ঞান দেই দাদা।কিছু মনে নেবেন না!সেটা হলো,যা করার প্রতিটি জিনিস শিখে জেনে করতে হয়।অনেকটা জানার পর, অনেকটা শেখার পর একটা সময়,বিশ্বাস করুন, আপনার মনে হবে,আপনি কিচ্ছু জানেন না।জানা সম্ভব নয়। আপনিও অনুভব করবেন যে,কেবলমাত্র জ্ঞানের সমুদ্রের ধারে দাঁড়িয়ে নুড়িই কুড়িয়ে গেলেন আজীবন।তখন আপনার লজ্জা লাগবে।ভাববেন,ইশ! বয়সটাই হলো শুধু।বুদ্ধি হলো না!…
ঠিক এই পর্যায় থেকেই যোগ্য পেশাদার হওয়ার প্রথম ধাপে পা রাখলেন আপনি।
আপনার থেকে তখন আর মানুষের বিপদ হবে না।কারণ আপনি জেনে গেছেন,আপনি কি কি জানেন না!
আপনার শরীর,আপনার মন আর আপনার আত্মা,এই তিন নিয়ে আপনি।

শরীর চালাতে হলে খেতে ,থাকতে,পরতে হয়।তার জন্য খরচা আছে।খরচার জন্য উপার্জন করতে হয়।উপার্জন করতে পেশা নির্বাচন করতে হয়।সফল পেশাদার তারাই যারা টার্গেট গ্রুপকে সফল কার্যকরী ও সৎ পরিষেবা দেয়।এবং সেটা তখনই সম্ভব যখন আপনার নির্বাচন করা পেশার বিষয়টি আপনি শিখে আসেন। যা আপনাকে পয়সা দেয় তা নিয়ে অনর্থ করলে চলে? মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা চলে?ঝুঁকি নেন কেন? ,কেউ কি আপনাকে মাথার দিব্যি দিয়েছে?
আর মনের খোরাক, ভালোলাগার বিষয়; ও আপনি আনন্দে চর্চা করুন।এ নিয়ে কারো প্রতি কোনো দায় নেই আপনার।
ভুল করুন।ভুল কবিতা লিখুন। ভুল সুরে গান গান।ভুল রঙে ছবি আঁকুন। ওর থেকে তো নিজের আনন্দ পাওয়া ছাড়া আপনার আর কোনো চাহিদা নেই!তাও আপনার যোগ্যতা বলে যদি আপনি তাতেও যোগ্য হন, মানুষের যদি আপনাকে জানার চাহিদা থাকে,তাহলে তা তারা বুঝে নেবে,চেয়ে নেবে।তাদের উপরেই ছেড়ে দিন।ঢাক পেটাবেন না।মানুষ হাসবে।আড়ালে কথা বলবে।
দাদা! পঞ্চাশ অর্থহীন বসন্ত পার করে যখন বুঝলাম কিছুই বুঝিনি জীবনের,তখনই তা জানাতে এলাম আপনাদের।রাগ করবেন না।ভালো থাকবেন।বাঁচিয়ে রাখে খাওয়া, থাকা,পরা।তারজন্য আপনি পেশাদার। মন ও আত্মা অর্থ যশ চায় না।শুধু চায় ভালোবেসে ভালো থাকা।আর কিছু না।
●●●●●●●●●●
২৮.০৭.২০২০
পলাশ_বন্দ্যোপাধ্যায়
Photo : Katukutuburo by Sukumar Roy the Legend and from Film Payada by Guru Dutt