হার না মানা সৌম্যদীপের্ “শান্ত মোমবাতি” জীবনের আশা জাগায় নতুন আলোর ঠিকানায়
অভিজিৎ পাল , কলকাতা, ০২ অগাস্ট ২০২০:
একটা শান্ত মোমবাতি তার কতো কি বলা বাকি
দমকা হাওয়ার দিনবদল
সংকেত ছকে সৈন্যদল….
বাকিটা খুঁজে নেবে ঠিক আলোর হদিশ বা কলরব নয়তো কেউ আসবে ঠিক অচেনা রঙে মিশবে ঢেউ… ঢেউ কে সত্যিই কি চিনিয়ে দেয় কেউ!
আসলে সব আবেগের দান পরিযায়ী পথের অভিমান রোদ বা নিরবের কাছে পরিযায়ী পথ খোলা থাকে… রাখা থাকে বন্ধুত্ব যন্ত্রনা আবেগের সমীকরণ ..
সৌম্যদীপ গান রচনা করেন সুর দেন পরিবেশন করেন….
কথায় কথায় গানের জন্ম হয় এভাবেই…
কবিয়ালের মতোই সৌম্যদীপ . আনকোরা এক অদ্ভূত ইমেজারি ব্যবহার করেন . .. তাকে যেকোনো ইরেজারে মোছা সম্ভব নয় … আসলে আয়নায় মোমবাতি কে তার শান্ত রুপ টা চিনিয়েছেন সৌম্যদীপ..
পেশায় মিউজিসিয়ান… নেশায় মিউজিসিয়ান এমন খুব কম দেখা যায়….
শান্ত মোমবাতি র মতোই আদমের গোলে যাওয়া আত্মা বলে দিলো…
“আমি হয়তো হেরেছি ভয়
রেখে গেলাম আমার হৃদয়
ভেবো আমি আজও বেঁচে আছি
যদি বাঁচে তোমার যুদ্ধ জয়… “