যা চাই তা ভুল করে চাই – যা পাই তা কি চাই না ?
উপলব্ধি
ড: পলাশ বন্দ্যোপাধ্যায়,কলকাতা , ১৮ অগাস্ট ২০২০:
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
শোবার ঘরে একটা এসি লাগিয়েছিলাম।
প্রথম কদিন খুব সর্দিজ্বর হলো।
তারপর কদিন আরামে ঘুমোলাম।
শেষে সে বিলাসিতা সয়ে গিয়ে আর সুখ হতো না।আরাম লাগতো না।
ঘরের বাইরে,বাড়ির বাইরে আসলে
অসহ্য গরম।
একটা খুব দামি মিউজিক সিস্টেম কিনেছিলাম জমিয়ে গান শুনবো বলে।
কত কি শুনলাম তাতে!
রবীন্দ্র সঙ্গীত, গজল,রাগপ্রধান, সুফি।
কখনো ভোরে,কখনো গভীর রাত্রে কখনো ঝমঝম বৃষ্টির মধ্যে।
একসময় গতানুগতিক হয়ে গেল সব।
আইনক্সের সবথেকে দামি টিকেট কেটে
একা একা পছন্দসই সিনেমা দেখা আমার বহুদিনের শখ।
তাও শুরু করেছি নয় নয় করে বছর ছয়েক তো হবেই!
এখন আর ভালোলাগেনা।
মাঝে মাঝে তো এমনও হয়েছে
মোক্ষম মুহূর্তে ঘুমিয়ে পড়ে পাশের দর্শকের কাছে আওয়াজ খেয়েছি।
বন্ধু বান্ধব নিয়ে পাঁচতারা হোটেলে খেতাম,রাত কাটাতাম আগে।
আমার কোম্পানি এ বিষয়ে দরাজ।
প্রথম প্রথম হোটেল কর্মীদের ব্যবহারে মনে হতো আমি বোধহয় বিশাল কেউকেটা।
এখন সুসজ্জিত নারীপুরুষের আরোপিত প্লাস্টিক হাসি দেখলে ডিপ্রেশন হয়।
প্রায় গোটা ভারত ঘুরেছি।
অনেকটা পৃথিবীও।
কাশ্মীর থেকে কেরালা।
ইউরোপ,আমেরিকা,ল্যাটিন আমেরিকা।
কিন্তু সবুজ রোমান্টিক প্রকৃতি,দূষণমুক্ত পৃথিবী, এটিকেট,লাস্য,ভোগবিলাসের প্রাচুর্য-
একসময় সব কিছুর ধার কমে কেমন যেন ভোঁতা হয়ে গেল।
এসব উপায় ব্যর্থ হওয়ার পরে ভালো থাকা আর সুখে থাকার উপায় ও ঠিকানার সন্ধান করতে করতে যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে তখন হঠাৎ অনাদরেই একদিন আবিষ্কৃত হলো তা।
নিখরচায় ফলদায়ী।
মানুষকে ভালোবাসতে শেখার পরের মুহূর্ত থেকে আমার আর অপ্রাপ্তির দুঃখবোধ নেই।।