
কুনাল গাঞ্জাওয়ালা, জুবিন গৰ্গ, জাভেদ আলী, হার্সদীপ কাউর, উষা উত্থুপ একসাথে গেয়েছেন এই গান ভারতের কৃষকদের জন্য
অভিজিৎ পাল , কলকাতা , ২১ অগাস্ট ২০২০
“সাথ চলে হাম সাথ
লেকে এক দুজে কা হাত
হাম হোঙ্গে কামিয়াব একদিন”…
একদিন পাল্টে যাওয়ার ইতিহাসে থেকে যাবে এই চেষ্টা লড়াই ইচ্ছে আর তাগিদ… ‘কামিয়াবী’ আজানের মতো, পিলুর মতো, কাহারবার মতো…. আগুনের ঝলকানি যত উস্কানি দেবে ততই ভিতরের আমি টা জেগে উঠবে..
“হাম হোঙ্গে কামিয়াব একদিন” এই গানের মিল স্তম্ভ সুর, কথা আর একাত্মীকরণ , সংযোগ..
সুপ্রতীক ঘোষ ও সতীশ নাথানের মন ছোঁয়া সুরে, সোহম মজুমদার ও সিতাংশু দীক্ষিত এর অসাধারন কথায় কুনাল গাঞ্জাওয়ালা, জুবিন গৰ্গ, জাভেদ আলী, হার্সদীপ কাউর, উষা উত্থুপ একসাথে গেয়েছেন এই গান…
উজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ কৃষি নির্ভর সত্ত্বা কে প্রকাশ করার চেষ্টাই গানের মূল ভিত…”song of hope” এর আদর্শ নিয়েই তৈরী হয়েছে এই গান…. “হাম হোঙ্গে কামিয়াব একদিন ” এর শুরুতে সুপ্রিতিক এর অসাধারণ ভয়েস ওভার বহুদিন মনে থাকবে….
……যতই অন্ধকার গ্রাস করুক
যতই যন্ত্রনা বাড়ুক আমাদের কৃষিপ্রধান দেশ এর প্রতি ভালোবাসা অটুট থাকবে…অটুট থাকবে কৃষিবন্ধুদের প্রতি নিষ্ঠা ও সম্ব্রম…. “হাম হোঙ্গে কামিয়াব একদিন…. “
গানের লিংক দেয়া রইলো…