এক ঝলকে শিশুর পেটখারাপ কি কি কারণে হতে পারে
ড: পলাশ বন্দোপাধ্যায় , কলকাতা, ২৮ অগাস্ট ২০২০
■বিশ্বব্যাপী পাঁচবছরের কম শিশুদের ক্ষেত্রে শিশুমৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ হলো পেটখারাপ এবং সেই সংক্রান্ত জটিলতা(বৃহত্তম কারণ:অপুষ্টি)
■বেশির ভাগ ক্ষেত্রেই পেটখারাপ ভাইরাস ঘটিত,ফলে জীবনদায়ী ওষুধের দরকার হয় না।
■পেটখারাপে অসুস্থ হয়ে পড়ার কারণগুলো হলো ,স্বাভাবিকের থেকে কম খাদ্যগ্রহণ, খাদ্যনালী থেকে খাদ্যের শোষণের সমস্যা, অতিরিক্ত খাদ্যের চাহিদা,এবং শরীর থেকে অতিরিক্ত মাত্রায় জল,লবন এবং খাদ্য বেরিয়ে যাওয়া।
■প্রথমে সাধারণত পেটব্যথা এবং বমি দিয়ে শুরু হয় পেটখারাপের উপসর্গ।
■বমি বন্ধ হওয়ার পর সাধারণত পায়খানা শুরু হয়।
■বমি করা কালীনও কিন্তু খাদ্যনালী এবং পাকস্থলী থেকে শতকরা ত্রিশ ভাগ জল শোষিত হয়,সুতরাং জল খাওয়ানোর চেষ্টা চালিয়ে যেতে হবে।অল্প করে বার বার।
■বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে পরিমিত জল এবং ও.আর. এস খাইয়ে পেটখারাপের চিকিৎসা সম্ভব।তবে চিকিৎসকের তত্ত্বাবধান জরুরী।
■খাওয়ার অবস্থায় আসার সঙ্গে সঙ্গে শিশুকে সুষম সহজপাচ্য অর্ধতরল খাবার দেওয়া শুরু করতে হবে।
■বুকের দুধ খাওয়া শিশুদের কোনো মতেই বুকের দুধ দেওয়া বন্ধ করা যাবে না।
■যতক্ষণ শিশু মুখে খেতে পারবে ততক্ষণ
তার স্যালাইন প্রয়োজন নেই।
■কিছুই খেতে পারছে না,ছঘন্টা মূত্রত্যাগ করেনি,ঝিমিয়ে পড়ছে, লাগাতার বমি এইসব পরিস্থিতিতে শিশুকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হবে।
■সেরে ওঠার ওর শিশুর খাদ্যের চাহিদা বেশি হয়।দুবার অতিরিক্ত খাবার অন্তত চোদ্দ দিন ধরে শিশুর জন্য বরাদ্দ করতে হবে।
■দেখা গেছে সেরে ওঠার পর চোদ্দ দিন শিশুকে জিঙ্ক খাওয়ালে অন্তত ছমাসের মধ্যে তার পুনরায় পেটখারাপের সম্ভাবনা কমে।
■শিশুখাদ্য তৈরির সময় বাসনকোশনের পরিচ্ছন্নতা এবং ঠিক মতো হাত ধোয়া ভীষণ জরুরি।
■নবজাতককে রোটা ভাইরাসের মুখে খাওয়া টিকা সময়মতো দিয়ে দিতে হবে,কারণ বিশ্বব্যাপী ছমাস বয়স পর্যন্ত রোটা ভাইরাসের কারণে শিশুদের পেটখারাপ সবথেকে বেশি হয়।
■স্থূল শিশু এবং প্রোটিন অপুষ্ট শিশুর ক্ষেত্রে ডিহাইড্রেশনের মাত্রা বোঝা খুবই দুষ্কর।সেক্ষেত্রে প্রথম থেকেই চিকিৎসকের সঙ্গে নিবিড় যোগাযোগ প্রয়োজন।
■দেখা গেছে পেটখারাপ চলাকালীন দুধ এবং আটা ময়দার জিনিস কম খেলে পেটখারাপ তাড়াতাড়ি ঠিক হয়।
■কোনোমতেই রোগ নিরাময়ের আগে শিশুকে স্কুলে পাঠাবেন না।
■কি ওষুধ লাগবে তা শিশুর চিকিৎসক ঠিক করবেন।আপনি নন।আপনার নেট সার্চিং তো নয়ই।
■পেটখারাপ সঠিক চিকিৎসায় খুব তাড়াতাড়ি ঠিক হয় আবার অবহেলায় মৃত্যুরও কারণ।সুতরাং,সাবধান।
পলাশ_বন্দ্যোপাধ্যায়,২৮.০৮.২০২০
*** All are advised to discuss with their medical practitioner/doctor/caregiver before you change anything advised by them. Self-medication is not at all advised or encouraged. IBG NEWS neither support nor deny any views expressed here as a media partner we are happy to share the information for an academic learning point of view. Discuss with your doctor for any action you need to take.***