ড: পলাশ বন্দোপাধ্যায় ,কলকাতা , ১১ অক্টোবর ২০২০
কারণআমি একজন মেয়ে
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
[দু হাজার বারো সনে আজকের দিনে মূলত ‘প্ল্যান ইন্টারন্যাশনাল’ নামক এক বেসরকারি প্ৰতিষ্ঠানের উদ্যোগে একটি প্রকল্প হিসাবে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস দিনের আলো দেখে।”কারণ,আমি একজন মেয়ে(Because I am এ Girl)” এই আন্দোলনের মাধ্যমে এই দিবসে আরম্ভের সূচনা হয়।এর মূল স্লোগান হলো লিঙ্গ বৈষম্য দূরীকরণ।সঙ্গে নারী শিশু শিক্ষার অধিকার,পরিপুষ্টি,আইনি সুবিধা,ন্যায়ের অধিকার,চিকিৎসার সুবিধা,বৈষম্য থেকে সুরক্ষা,নারীর বিরুদ্ধে হিংসা, জোর করে ছোট বয়সে নারীর বিয়ে দেওয়া বন্ধ করা ইত্যাদি অধিকারের দাবিগুলিও আছে…।]
●৹●৹●৹●৹●৹●৹●৹●৹●৹●৹●৹●৹●৹●
“কারণ—–আমি একজন মেয়ে।”
এই পৃথিবীতে দয়ার ভিক্ষা-
নিয়ে বাঁচি! মেনে এমন শিক্ষা-
পিছনের সারি ধরাতে রাজি না,
পুরুষ জাতির চেয়ে।
“কারণ—–আমি একজন মেয়ে।”
অধিকার বোধে,দৃঢ় প্রতিরোধে এগিয়ে চলার দাবি।
দুর্বল ভেবে কেউ ‘আহা’ বলে,
করুণা দেখিয়ে হেসে যাবে চলে,
পুরুষতন্ত্রী মানুষের হাতে সব নিদানের চাবি-
এরকম কোনো তুচ্ছ স্বপ্নে আগ্রহ নেই মোটে।
মানুষ হিসেবে যা, যা কিছু চাওয়া,
হয়না তা যেন,প্রতিবাদে পাওয়া,
স্বাস্থ্য, শিক্ষা, ন্যায় নীতি যেন সমবন্টনে জোটে।
মেয়ে বলে,হয়ে ভীত শঙ্কিত,থাকবো ঘরের কোণে-
যারা ভাবে; করে এই বজ্জাতি,
তাদের বুকের লজ্জার ছাতি,
নির্বাসনের শাস্তিতে যেন তাদেরই পাঠায় বনে।
“একজন মেয়ে আমি।” -হোক শুধু এ, আমার পরিচয়।
জীবনের যত সাধ আহ্লাদ,
আকাশের নিচে মুক্তির স্বাদ,
কুচক্রে যারা বিলাসী,কেবল তাদেরই জন্য নয়।।
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
পলাশ_বন্দ্যোপাধ্যায়
১১.১০.২০২০
সম্পাদকের কথা :
এক মাত্র নারীই পারে একজন পুরুষ কে পিতৃঋণ থেকে মুক্ত করতে , পারে এই পৃথিবীর আলো দেখাতে কিন্তু , সেই পুরুষ কি পারে তাকে সেই সম্মান সব সময় দেখাতে ?
সংস্কৃতের এই শ্লোক নারী পেরেছে আদর্শ ভাবে ফুটিয়ে তুলতে ,কিন্তু সকল পুরুষ কি পারছে ?
,
कार्येषु मन्त्री करणेषु दासी धर्मेषु पत्नी क्षमया च धात्री।
भोज्येषु माता शयनेषु रम्भा रंगे सखी लक्ष्मण सा प्रिया मे॥