বেনিয়ম করে নিয়োগ ও ভর্তির অভিযোগে কাঠগড়ায় কল্যাণীর উপাচার্য
সংবাদদাতা : কল্যাণী বিশ্ববিদ্যালয়ে লাগাতার বিক্ষোভ কর্মসূচি চলছে। ভর্তি সংক্রান্ত বেনিয়মের জন্য ঘেরাও উপাচার্য শঙ্কর ঘোষ। বিক্ষোভ কর্মসূচি শুরু হয় ২ ডিসেম্বর থেকে চলবে আরও কতদিন তা জানা যায়নি। মাসের অর্ধেক হয়ে গেল আজও সুরাহা পাইনি ২০২০-২০২১ এ ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীরা।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এম.এ. ভর্তি নিয়ে উপাচার্য শঙ্কর কুমার ঘোষের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে চলেছে ছাত্র-গবেষকরা। এম.এ. ভর্তির ক্ষেত্রে সঠিকভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় করোনাকালীন সময়ে দূরদূরান্তের ছাত্র-ছাত্রীরা ভর্তি সংক্রান্ত নানান বিষয়ে যে সমস্যার সম্মুখীন হয়েছে তার দ্রুত সমাধান চেয়ে এই অবস্থান কর্মসূচি।
ছাত্র ও গবেষকদের এই আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন জানিয়ে শিক্ষরা তাঁদের নানা দাবি নিয়ে উপাচার্যের ঘরের সামনে বসেছিলেন গত ৭ ডিসেম্বর। দুপুর ১২ টা থেকে ৪ টা পর্জন্ত চলে সে আন্দোলন। শিক্ষকদের পদোন্নতি, গবেষণার সামগ্রী মানোন্নয়ন, শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ সহ নানা দাবি নিয়ে ওয়েবকুপার শিক্ষকরা এই কর্মসূচি পালন করেন।
১৪ তারিখ ছাত্র-ছাত্রী ও গবেষকদের পক্ষ থেকে জানানো হয়, এই সমস্ত প্রার্থীদের সকল সমস্যা না মেটা অবধি এই অবস্থান বিক্ষোভ প্রদর্শন চলবে।
ছাত্রদের পক্ষ থেকে মামুন আল হাসান সহ ছাত্রদের দাবি, অনলাইন ভর্তির ক্ষেত্রে ফর্ম সাবমিটের পর তা সংশোধনের জন্য বা এডিট করার জন্য কোন অপশন রাখেনি কর্তৃপক্ষ। ফলে সামান্য অনিচ্ছাকৃত ভুলের জন্য অনেক পড়ুয়ার পড়াশোনার ক্যারিয়ার প্রশ্নের সম্মুখীন। এবিষয়ে তাঁদের পুনরায় সুযোগ দেওয়ার আবেদন করছি। সূত্রের খবর, একই বিভাগের একাধিক মেরিট লিষ্ট বিভিন্ন সময় এক এক রকম বের করে ছাত্র-ছাত্রীদের ধন্দের মধ্যে রেখেছে বিশ্ববিদ্যালয়। ইতিহাস ও মলিকিউলার বায়োলজির এণ্ড বায়োটেকনোলজি মতো বিভাগের একাধিক পড়ুয়া সমস্যার সম্মুখীন। ইতিহাস বিভাগের ছাত্রী নেহা পারভীন ও মলিকিউলার বায়োলজি ও বায়োটেকনোলজি বিভাগের সৌমিতা ঘোষ, ইন্দ্রাণী গাঙ্গুলি, আয়েসা রহমান এবং বিএড কোর্সের
তৃপ্তি বাছার সহ এমন অনেক পড়ুয়ায় ভর্তি সংক্রান্ত সমস্যায় দূরদূরান্ত থেকে বিশ্ববিদ্যালয়ে এসে কোন সুরাহা পায়নি।
অভিযোগ, বিভাগ যখন মেরিট লিষ্ট প্রকাশ করলো, তখন সেই পড়ুয়াদের নাম মেধা তালিকায় ছিল। সেই মোতাবেক পড়ুয়ারা অনলাইন পেমেন্ট করে ভর্তিও হয়ে যায়। দ্বিতীয়বার যখন বিভাগ ও একই মেরিট লিষ্ট প্রকাশ করলো তখন দেখা গেল তাঁদের নাম নেই এবং বিশ্ববিদ্যালয় মৌখিকভাবে জানাচ্ছে তাঁদের ভর্তি ক্যান্সেল হতে পারে। উল্লেখ্য সেই পড়ুয়ারা অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ছেড়ে দিয়েছে। কারোর কারোর এটাই হোম বিশ্ববিদ্যালয়। তাঁরা একদিকে যেমন অন্য জায়গায় ভর্তির সুযোগ হারাল, আবার এখানেও তাঁদের দুশ্চিন্তায় দিন কাটছে।
কিছু কিছু বিভাগে রাজ্য সরকারের সংরক্ষণ বিধি না মেনে অত্যন্ত সুচতুরভাবে মেধা তালিকা বের করেছে। ফাইনাল মেরিট লিষ্টে UR-1, UR-2…SC-1, SC-2…., ST-1, ST-2 … এভাবে নাম প্রকাশ করে গুপ্ত অভিসন্ধিতে আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ। তাও আবার বিশ্ববিদ্যালয় নির্ধারিত সময়ে মেধা তালিকা প্রকাশ করতে পারেনি।
ছাত্র-গবেষকদের সবচেয়ে মারাত্বক আভিযোগ উপাচার্য শঙ্কর কুমার ঘোষ এবারের এম.এ. তে ভর্তির জন্য এমন এক নিয়ম বের করেছেন যা শিক্ষার অধিকার হরণকারী – তাতে এমন দাঁড়াচ্ছে একবার কেও এম.এ করলে সে আর দ্বিতীয়বার রেগুলারে এম.এ করতে পারবে না। অনেক নিয়োগ ক্ষেত্রে ডাবল এম.এ তে পৃথক নাম্বার দেওয়া হয়, বা বিশেষভাবে সুযোগ-সুবিধাও পাওয়া যায়। একবার এম.এ করে আর দ্বিতীয়বার করা যাবে না এমন কোন নিয়ম বিশ্ববিদ্যালয় বিধি বা ইউজিসি নিয়ম-বিধিতে কোথাও নেই। ইউজিসিতে বরং বলা হয়েছে করা যাবে। এমন সমস্যায় গত বছর থেকে বেশ কয়েকজন ছাত্র ভোগান্তি পোহাচ্ছে। তাদের ভর্তি নেওয়া হয়নি। ছাত্র-গবেষকরা কোন সুরাহা না পেয়ে আজ আবার পুনরায় কর্মসূচি গ্ৰহণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী-গবেষকদের যৌথমঞ্চ।
অন্য দিকে উপাচার্য শঙ্কর ঘোষ বিজেপির সমর্থক বেনিয়মে নিয়োগ শিক্ষক অলোক ঘোষের পরামর্শ মতো একাধিক পোস্টে আত্মীয় স্বজনদের বিজ্ঞাপন ছাড়াই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করেছেন। আসাম থেকে নিয়োগ করেছেন উপাচার্যের পছন্দের লোকজনকে। তাই নিয়ে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য শঙ্কর ঘোষের বিরুদ্ধে কর্মচারীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে।