
গানে কবিতায় ছন্দে কৃষকদের প্রতিবাদে সামিল বাংলার শিল্পীরা
সারাদেশ যখন দেখছে কৃষকদের হার না মানা মরণপণ লড়াই হাড় কাঁপানো দিল্লির শীতে ,ঠিক তখনি অভিজিতের কলম গর্জে উঠলো মানুষের কথা বলার জন্য । গলা মেলালেন ক্যাকটাসের সিধু,ইমন সেন ,মহুল চক্রবর্তী ও বৈদুর্য চৌধুরী । উদ্দত কণ্ঠে আর মন ছোঁয়া সুরে প্রতিবাদ যেন গর্জে উঠলো হাজার মাইল দূরে বসে থাকা কৃষকদের জন্য ।
ইমন সেনের কম্পোসিশন ও সৌম্যদীপ হালদারের অর্র্যাঞ্জমেন্ট কথা ও ভাবকে যথাযত সঙ্গত করে , বিষয়কে অন্য মাত্রায় নিয়ে যাবে একথা নিশ্চিত করে বলা যায় ।
কৃষক আন্দোলন কে সম্মান জানিয়ে এই গান ভারতের সাংকৃতিক রাজধানীর প্রতিবাদের সরব অভিব্যক্তি ।
মহুল চক্রবর্তী ইমন সেন বাম থেকে ডানে অভিজিৎ ও ক্যাকটাসের সিধু
বিদ্রোহের গান
কথা ভাবনা :অভিজিৎ পাল
সুর : ইমন সেন
কণ্ঠ : সিধু (ক্যাকটাস ), মহুল চক্রবর্তী, ইমন সেন প্রমুখ
নতুন এবছরের প্রথমেই আসছে এই মনে নাড়া দেয়া প্রতিবাদী গান ।