কোভিড – ১৯ এর টিকাকরণের প্রস্তুতি
By PIB Kolkata
নতুন দিল্লি, ১লা জানুয়ারী, ২০২১
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. হর্ষ বর্ধন, দোসরা জানুয়ারী পরীক্ষামূলক টিকাকরণের সমস্ত প্রস্তুতি নিয়ে আজ একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে পুরো প্রক্রিয়াটি যাতে যথাযথভাবে সম্পন্ন হয়, তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, পদস্থ আধিকারিকরা সে বিষয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন। এই প্রক্রিয়া চলাকালীন সব রকমের প্রশ্নের উত্তর দিতে টেলিফোন অপারেটরদের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়াও ব্লক স্তরে কর্মীগোষ্ঠী বিভিন্ন রকমের পরিদর্শন করেছেন। পুরো প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পন্ন করা এবং সাধারণ পরিচালন পদ্ধতি মানার ক্ষেত্রে সব রকমের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে স্বাস্থ্য আধিকারিকদের সমন্বয়ের উপর ড. হর্ষ বর্ধন গুরুত্ব দিয়েছেন। এই ধরণের উদ্যোগে নির্বাচনের মতো জনঅংশগ্রহণ অত্যন্ত জরুরী।
১৯৯৪ সালে দিল্লিতে ড. হর্ষ বর্ধন, পালস পোলিও টিকাকরণ শুরু করেছিলেন। সেই সময় এই প্রক্রিয়ায় জনসাধারণ, অসরকারী সংগঠন, সুশীল সমাজ সহ সংশ্লিষ্ট সকলকে যুক্ত করা হয়েছিল। সেই বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেছেন, পরীক্ষামূলক পদ্ধতির সময় যথাযথ সুরক্ষার ব্যবস্থা করা, কোল্ড চেন পয়েন্ট এবং টিকার পরিবহণের মতো প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দিল্লির আধিকারিকদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছেন। আধিকারিকরা তাঁকে জানিয়েছেন, এবিষয়ে যথাযথ প্রশিক্ষণ তারা পেয়েছেন। পুরো প্রক্রিয়ায় কোথায় ফাঁক রয়েছে, সেটি শনাক্ত করে তারা মন্ত্রককে জানাবে। এই প্রক্রিয়ার বিষয়ে সর্বশেষ তথ্য কোউইন-এর আপলোড, যারা টিকা দেবেন, তাদের যথাযথ প্রশিক্ষণ, কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে তার মোকাবিলা করা সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে মতবিনিময় হয়েছে। আধিকারিকরা আশা করেছেন, পরীক্ষামূলক এই প্রক্রিয়া তাঁরা সফলভাবে সম্পন্ন করতে পারবেন। বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রী রাজেশ ভূষণ, জাতীয় স্বাস্থ্য মিশনের ম্যানেজিং ডিরেক্টর শ্রীমতী বন্দনা গুরনানী, অতিরিক্ত স্বাস্থ্য সচিব ড. মনোহর আগানী, যুগ্মসচিব শ্রী লব আগরওয়াল সহ মন্ত্রকের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।