পর্যটন মন্ত্রকের ২০২০-র বর্ষশেষের পর্যালোচনা
By PIB Kolkata
নতুন দিল্লি, ০৩ জানুয়ারি, ২০২১
কেন্দ্রীয় পর্যটন দপ্তরের ২০২০-র বর্ষশেষের পর্যালোচনায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়েছে।
১) পর্যটনমন্ত্রকের পক্ষ থেকে দিল্লিতে ২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২০তে ভারত পর্ব উৎসবের আয়োজন। প্রজাতন্ত্র দিবসের অঙ্গ হিসেবে অনুষ্ঠিত ভারত পর্বে-র ভাবনা ছিল সার্ধশতবর্ষে মহাত্মা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত।
২) এই মন্ত্রকের পক্ষ থেকে ইনক্রেডিবল ইন্ডিয়া টুরিস্ট ফ্যাসিলিটেটর শংসাপত্র প্রদানের কর্মসূচিতে ২০২০- র ২১ডিসেম্বর পর্যন্ত মোট ৬৪০২ জন নথিভূক্ত হয়েছেন।
৩) গুজরাটের কচ্ছে ডেস্টিনেশন ম্যানেজমেন্ট ও কমিউনিটি পার্টিসিপেশনের মাধ্যমে পর্যটন বিষয়ে আলোচনা সভার আয়োজন।
৪) অবিশ্বাস্য ভারত ইনক্রেডিবল ইন্ডিয়া নামে ওয়েবসাইটের উদ্বোধন। চাইনিজ, আরবিক এবং স্প্যানিশ ভাষাও তাতে রাখা হয়।
৫) দেশের পর্যটন ক্ষেত্রকে প্রসারিত করার লক্ষ্যে জনসচেতনতা গড়ে তুলতে “দেখো আপনা দেশ” কর্মসূচির ব্যবস্থা।
৬) পর্যটন মন্ত্রক বিদেশি পর্যটকদের জন্য ‘স্ট্র্যন্ন্ডেড ইন ইন্ডিয়া’ নামে একটি পোর্টাল চালু করেছে।
৭) ড্রোন ক্যামেরার ব্যবহার করে মন্ত্রকের পক্ষ থেকে দেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গুলির ছবি তোলার ব্যবস্থা করা হয়েছে।
৮) মন্ত্রকের পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়।
৯) পর্যটন মন্ত্রকের তরফ থেকে ন্যাশনাল ইন্টিগ্রেটেড ডাটাবেস অফ হস্পিটালিটি ইন্ডাস্ট্রি বা নিধি নামে একটি কর্মসূচির সূচনা করেছেন।
১০) কোভিড জনিত বর্তমান পরিস্থিতিতে মন্ত্রকের পক্ষ থেকে সিস্টেম ফর অ্যাসেসমেন্ট অ্যাওয়ারনেস এন্ড ট্রেনিং ফর হস্পিটালিটি বা সাথী কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে।
১১) দেশের পর্যটন সংক্রান্ত বিষয় নিয়ে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল ৩৪ টি রাজ্যের মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন।
১২) মিজোরামে দেনজওয়ল গলফ রিসোর্টের উদ্বোধন। স্বদেশ দর্শন প্রকল্পে এটি করা হয়েছে।
১৩) গুজরাটের সোমনাথে তীর্থযাত্রীদের স্বার্থে বহুবিধ ব্যবস্থা গ্রহণ।
১৪) কেরালার গুরুভায়ুরে পর্যটকদের সুবিধা প্রদানের জন্য একটি কেন্দ্র স্থাপন।
১৫) এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচি রূপায়ণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন।
১৬) কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের উপস্থিতিতে ট্রাভেল এজেন্টস এসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং ফিকি লেডিস অর্গানাইজেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর। যা মহিলাদের ক্ষমতায়নের নিদর্শন।