সপ্নার বাগান স্পোর্টিং ক্লাবে, ওয়ান ডে টুর্নামেন্ট
কলকাতায়, এস.বি.পি.এল (SBPL) অর্থাৎ স্বপ্নার বাগান প্রিমিয়ার লিগ এর পঞ্চমবর্ষ অনুষ্ঠিত হলো ২৩শে জানুয়ারী ২০২১-এ । সপ্নার বাগান স্পোর্টিং ক্লাবে খেলা হলো এই ওয়ান ডে টুর্নামেন্টটি । এস.বি.পি.এল- ৬০-৪০ টুর্নামেন্টটিতে অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়ের বয়স ছিল ৪০ বছরের ঊর্ধ্বে এবং ৬০ বছরের নিম্নে । প্রধানত খেলোয়াড়দের বয়সই ছিল এই খেলার শ্রেষ্ঠ আকর্ষণ ।
আইবিপিএল ধাঁচে তৈরি এই প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করেছে মোট ৮ টি টিম । যার মধ্যে “সান্দ সুপার কিংস” এবং “তোর্সায়ে-বর্ষা” উত্তীর্ণ হয়েছিল ফাইনালের জন্য । এই প্রিমিয়ার লিগে “ম্যান অফ দ্যা ম্যাচ”-এর ট্রফি জিতে নিয়েছেন “সান্দ সুপার কিংস” -এর অজয় সিং এবং “ম্যান অফ দ্যা টুর্নামেন্ট” এর ট্রফি জিতে নিয়েছেন “তোর্সায়ে বর্ষা” এর অর্জুন জয়সওয়াল । আজকের মুখ্য অথিতি হিসাবে এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন- প্রাক্তন খেলোয়াড় কার্সান ঘাভরি ( ১৯৭৫-১৯৭৯ এর, ক্রিকেট ওয়ার্ল্ড কাপের খেলোয়াড় ), প্রাক্তন রঞ্জি ট্রফি প্লেয়ার এবং ক্রিকেট এসোশিয়েশন অফ বেঙ্গলের অ্যাডমিনিস্ট্রেটর সম্ভারণ ব্যানার্জী, মন্ত্রী সাধন পান্ডে, কোয়ার্ডিনেটর সুনন্দা গুহা ও শান্তি রঞ্জন কুন্ডু, সপ্নার বাগান স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট কৃষ্ণা সেনগুপ্তা এবং ক্লাবের সেক্রেটারি অনিন্দ সেনগুপ্ত ।