দেশে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার পরিস্থিতি
By PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ জানুয়ারি, ২০২১ দেশে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) ২৭ জানুয়ারি পর্যন্ত মোট ৯ টি রাজ্যে মুরগির মধ্যে পাওয়া গেছে। এই রাজ্যগুলি হচ্ছে কেরালা, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্রিশগড়, উত্তরাখণ্ড, গুজরাট, উত্তর প্রদেশ এবং পাঞ্জাব।
এছাড়া ১২টি রাজ্যে কাক, পরিযায়ী পাখি এবং বনের পাখির মধ্যে এই রোগ দেখা দিয়েছে। এই রাজ্যগুলি হচ্ছে মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, ছত্রিশগড়, হিমাচল প্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, রাজস্থান, জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব। মহারাষ্ট্রের নান্দেদ, সোলাপুর, পুনা, আহ্মেদনগর, ভুলধাণা, আকোলা, নাসিক এবং হিঙ্গলি জেলার মুরগির খামার গুলিতে বার্ড ফ্লু পাওয়া গেছে।
এছাড়া গুজরাটের ভাব নগর জেলা এবং ছত্রিশগড়ের ধামটারি জেলাতেও মুরগির খামারে বার্ড ফ্লু- এর সন্ধান মিলেছে। বার্ড ফ্লু আক্রান্ত রাজ্যগুলির বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত হাঁস-মুরগি পালনের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। মহারাষ্ট্র সরকার ক্ষতিপূরণ বাবদ ১৩০ লক্ষ টাকা মঞ্জুর করেছে। বার্ড ফ্লু আক্রান্ত এলাকাগুলিতে নিয়মিতভাবে জীবাণুনাশক ঔষধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।