শীঘ্রই ও টি টি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে সূর্য খানের অন্যধারার ছবি “ভালো আছি ভালো থেকো”
নিজস্ব প্রতিনিধি
মানুষের কাছে এই ব্যাস্ততা র মাঝে সিনেমা দেখার রসদ হলে গিয়ে ফিল্ম দেখা অনেকটাই রুচিহীন হয়ে পড়েছে।কিন্তু তার পাশে বেড়েছে হাতের মুঠোয় এন্ড্রয়েডের মাধ্যমে ফিল্ম দেখার আগ্রহ।আর কন্টেন্ট ভালো গল্প যদি হয় তাহলে সে ছবির দর্শক আগ্রহের সাথে তা দেখে।সেই কারণে এখন পরিচালকরা নতুন ধরনের পরীক্ষা মূলক ছবি তৈরি করছেন,তেমনি এক নবাগত তরুণ উদীয়মান পরিচালক সূর্য খান। তৈরি করেছে তার নতুন শর্ট ফিল্ম ।
এস কে এফ নিবেদিত এক অন্যধারার ছবি সমকামিতার গল্প নিয়ে সূর্য খানের আগামী ছবি “ভালো আছি ভালো থেকো” র পোস্টার লঞ্চ হয়ে গেল শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে। লেসবিয়ান গে বাই সেক্সুয়াল কিংবা রূপান্তরকামী রা আজ ও অবহেলিত সমাজের চোখে,তারা ও এখন সমাজের নানান কাজে আসতে আসতে স্বীকৃতি পেলে ও এখনো অনেকের কাছে তারা অবহেলিত হয় ,অপমানিত হয়,এর প্রতিবাদ স্বরূপ উক্ত ছবিতে মানুষদের প্রেম ভালোবাসা কিংবা অভিমান সংঘাত সবকিছুই পরিচালক ছবিতেতুলে ধরেছে। সমলিঙ্গের প্রতি প্রেম ভালোবাসা র পাশাপাশি বন্ধুত্বের ও আত্মত্যাগের গল্পকে তুলে ধরা হয়েছে।
ভালোবাসা কোনো বাঁধা মানে না তাই মনের বন্ধনে আবদ্ধ প্রেমের সম্পর্ক নিয়ে পরিচালক সূর্য্য খান উক্ত ছবিতে সামাজিক বার্তা দিতে চেয়েছে।পঞ্চাশ মিনিটের ফিল্মে অভিনয় করেছেন সাত্বনা বসু,অরিন্দম মুখার্জি,পিউ রায়,শুভঙ্কর সর্দার ও কাবেরী সাহা।কাহিনী অরিন,সংগীতে স্পন্দন, গান গেয়েছেন সিম্মি, ও সুরাজ।ছবিটি শীঘ্রই একটি নামি ও টি টি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। পাশাপাশি এই গল্পকে নিয়ে ওয়েব সিরিজ ও করা হবে।পরিচালকের আসা এই ধরণের গল্প মানুষকে ও সমাজের এক সুচারু বার্তা দিতে সাহায্য করবে।সূর্যর নতুন কাজের আশায় আমরা রইলাম।