কেন্দ্রীয় অর্থমন্ত্রী পশ্চিমবঙ্গে ৬৭৫ কিলোমিটার মহাসড়কের জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন, রেল পরিকাঠামোতে গুরুত্ব আরোপ
By PIB Kolkata
কলকাতা, ০১ ফেব্রুয়ারি, ২০২১
কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন আজ সংসদে ২০২১-২২ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন। এবারের বাজেটে সড়ক ও রেলপথ পরিকাঠামোর ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত ৬৭৫ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের মানোন্নয়নের প্রস্তাব বাজেটে করা হয়েছে। এর জন্য ২৫ হাজার কোটি টাকা অর্থ সংস্থান রাখা হয়েছে।
রেলের মাধ্যমে পণ্য পরিবহণের ক্ষেত্রে সরকার অগ্রাধিকার দিচ্ছে। পূর্ব-পশ্চিম ডেডিকেটেড ফ্রেইড করিডরের প্রস্তাব বাজেটে রাখা হয়েছে। মহারাষ্ট্রের ভুসোয়াল থেকে পশ্চিমবঙ্গের খড়্গপুর হয়ে ডানকুনি পর্যন্ত এই করিডর নির্মাণ করা হবে। এ বিষয়ে বিস্তারিত প্রকল্পের প্রতিবেদন খুব শীঘ্রই তৈরি করা হবে।