সিনেমা হল এবার ১০০ শতাংশ পরিপূর্ণভাবে চালু হবে, শ্রী প্রকাশ জাভড়েকর এ বিষয়ে এসওপি প্রকাশ করলেন
By PIB Kolkata
নতুন দিল্লি, ৩১ জানুয়ারি, ২০২১
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী প্রকাশ জাভেদকার আজ কোভিড বিধি সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি প্রকাশ করে জানিয়েছেন যে, সারা দেশে সিনেমা এবং থিয়েটার হল গুলি পরিপূর্ণভাবে চালু হবে। হল গুলিতে পূর্ণ মাত্রায় অর্থাৎ একশ শতাংশ দর্শক নেওয়া যাবে বলে তিনি ঘোষণা করেছেন। তবে সিনেমা এবং থিয়েটার হল সম্পূর্ণ চালু হলেও দর্শকদের কোভিড বিধি এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এছাড়াও হলগুলির ভিতরে থাকা স্টল থেকে প্রয়োজনে দর্শকদের খাবার সংগ্রহ করতে হবে। এই স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি যেটি গত ২৭ জানুয়ারি, ২০২১ স্বরাষ্ট্রমন্ত্রক থেকে জারি করা হয়েছিল, সেই নির্দেশ অনুযায়ী সিনেমা হল থিয়েটার হল সম্পূর্ণভাবে চালুর অনুমতি দেওয়া হয়। সর্বশেষ নির্দেশ অনুযায়ী সিনেমা এবং থিয়েটার হল গুলিতে ১০০ শতাংশ আসনেই দর্শক বসানো যাবে বলে উল্লেখ করা হয়েছে।