পশ্চিমবঙ্গ সরকারের কোভিড ভ্যাকসিন সেন্টার হিসেবে ঘোষিত হল সঞ্জীবন হাসপাতাল
এটি কোভিড ভ্যাকসিন সেন্টার হিসাবে নির্বাচিত হওয়া হাওড়ার দ্বিতীয় নার্সিং হোম
কলকাতা, ৫ জানুয়ারি ২০২১: পশ্চিমবঙ্গ সরকারের কোভিড ভ্যাকসিন সেন্টার হিসেবে ঘোষিত হল হাওড়ার ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতাল। ৫০০০-এরও বেশি কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সুস্থ করার পর এবার কোভিড-১৯ ভ্যাকসিনের টিকাকরণ কর্মসূচি শুরু হল সঞ্জীবন হাসপাতালে। রাজ্য সরকারের দেওয়া লিস্ট অনুযায়ী নির্বাচিত ১০০ জন স্বাস্থ্যকর্মী শুক্রবার টিকা নিলেন যার মধ্যে রয়েছেন সঞ্জীবন হাসপাতালের ডিরেক্টর ড: শুভাশিস মিত্র ও ডালিয়া মিত্র সহ হাসপাতালের অন্যান্য কর্মীরাও।
টিকাকরণ কর্মসূচিটি জন্য সঞ্জীবন হাসপাতালের তরফ থেকে রাজ্য সরকার প্রদত্ত নিয়মাবলী মেনেই পরিচালনা করা হয় এবং সম্পূর্ণ ব্যাপারটির তত্বাবধানের দায়িত্বে ছিলেন রাজ্য সরকারের মেডিক্যাল পরিদর্শকরা। প্রসঙ্গত উল্লেখ্য কোভিড-১৯ মোকাবিলায় সঞ্জীবন হাসপাতাল এ রাজ্যে এক অগ্রণী ভূমিকা নিয়েছে যার ফলস্বরূপ এই হাসপাতাল থেকেই প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ কোভিড মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পেরেছেন।
সঞ্জীবন হাসপাতালের ডিরেক্টর ড: শুভাশিস মিত্র জানান, “পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা কৃতজ্ঞ যে তাঁরা সঞ্জীবন হাসপাতালকে বিশ্বের সর্ববৃহৎ কোভিড-১৯ টিকাকরণ অভিযানের অংশ হিসেবে ভ্যাকসিন সেন্টার নির্বাচন করেছেন। আমরা সরকারকে অতিমারি মোকাবিলায় সাহায্য করতে সর্বদা আগ্রহী এবং এই সুযোগটি আমাদের কাছে মারণ ভাইরাসের মোকাবিলার জন্য অত্যন্ত জরুরি।”