ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের নির্বাচিত বিশিষ্ট কৃতিজনদের একুশে পদক ২০২১-এ ভূষিত করা হয়
ঢাকা , বাংলাদেশ ২১ ফেব্রুয়ারি ২০২১মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবন থেকে ভার্চুয়াল উপস্থিতিতে গতকাল সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের নির্বাচিত বিশিষ্ট কৃতিজনদের একুশে পদক ২০২১-এ ভূষিত করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে একুশে পদক ২০২১ প্রদান করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। পদকপ্রাপ্ত সুধীজনের নাম ঘোষণা ও পরিচিতি পাঠ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন। (২০ ফেব্রুয়ারি, ২০২১)
গতকাল শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেওয়া হয়েছে একুশে পদক ২০২১। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন।
যে ২১ জনকে এই পদক দেওয়া হয়েছে তাঁরা হলেন ভাষা আন্দোলনে মরহুম মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার) (মরণোত্তর), মরহুম শামছুল হক (মরণোত্তর) ও মরহুম আফসার উদ্দিন (মরণোত্তর)। শিল্পকলা বিভাগে সঙ্গীতে পাপিয়া সরোয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম), নাটকে আহমেদ ইকবাল হায়দার, চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দিন জাকী, আবৃত্তিতে ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও আলোকচিত্রে পাভেল রহমান।
এছাড়া মুক্তিযুদ্ধে গোলাম হাসনায়েন, ফজলুল রহমান খান ফারুক ও বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর), সাংবাদিকতায় অজয় দাসগুপ্ত, গবেষণায় ড. সমীর কুমার সাহা, শিক্ষায় মাহফুজা খানম, অর্থনীতিতে ড. মির্জা আব্দুল জলিল, সমাজসেবায় প্রফেসর কাজী কামরুজ্জামান এবংভাষা ও সাহিত্যে এ সম্মাননা পেয়েছেন কবি কাজী রোজী, বুলবুল চৌধুরী ও গোলাম মুরশিদ।
Reported By #Anowarul Haque Bhuiyan, Bangladesh correspondent