আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সফল রক্তদান শিবির ও নানান অনুষ্ঠান
সংবাদদাতা: একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কল্যাণী শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ও কল্যাণী শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় সন্ধ্যা ছটার সময় একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল। এই আলোচনাচক্রে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকসংস্কৃতিবিদ অধ্যাপক শেখ মকবুল ইসলাম, সেন্ট পলস কলেজ ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়, হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি বিভাগের অধ্যাপক সুজয় মণ্ডল।
কল্যাণীর আই টি আই মোড় সংলগ্ন ময়দানে আলোচনাচক্র ছাড়াও উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ সহ প্রায় ৩০ জন কবি সাহিত্যিক ও নাট্য ব্যক্তিত্বকে ভাষা দিবস উপলক্ষে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
এদিন সকাল থেকে চলে স্বেচ্ছায় রক্তদান শিবির। কল্যাণী শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ও কল্যাণী শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় একশত শাটজন রক্তদান করেন। কল্যাণী শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিষ হালদার জানালেন, আমাদের প্রয়াস সার্থক। উপস্থিত ছিলেন কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মুখোপাধ্যায়, কল্যাণীর বিধায়ক ড. রমেন্দ্রনাথ বিশ্বাস ও কল্যাণীর বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা।