হিন্দি ছবির গানে নব্বই দশককে ফিরে দেখার কনসার্ট শহরে
নব্বই দশকের হিন্দি সিনেমার গানে এক ঝাঁক নতুন তারকার জন্ম হলো। সুরকার থেকে গীতিকার,গায়ক থেকে গায়িকা নতুন গানের রেশ নিয়ে গোটা এক দশক মাত করে রেখেছিলেন শ্রোতাদের।কিশোর কুমার,মহঃ রফিদের পরবর্তী সময়ে আশির দশকে অমিত কুমার,শৈলেন্দ্র সিং,মহঃ আজিজদের মতো শিল্পীরা যথেষ্ট পরিচিতি পান।নব্বইয়ের দশকে কুমার শানু,অভিজিত,উদিত নারায়ন,অলকা ইয়াগনিক,কবিতা কৃষ্ণমূর্তি,অনুরাধা পড়োয়াল,সাধনা সরগম গানে,গানে মাতিয়ে রেখেছিলেন আসমুদ্র হিমাচল।
শ্যাম সরকার,কসমিক হারমোনি এর উদ্যোগে আগামী ২৮ ফেব্রুয়ারি, সত্যজিত রায় অডিটোরিয়াম ( আই.সি.সি.আর ),সন্ধ্যা ৬টায় এ অনুষ্ঠিত হবে গোল্ডেন মোমেন্টস অফ নাইনটিস এরা।মূল ভাবনায় শ্যাম সরকার।গানে প্রিয়া ভট্টাচার্য,সুজয় ভৌমিক, সিসপিয়া, অভি,সৌরিন প্রমুখ।গানের ভেলায় আর.ডি.বর্মন, রেহমান থেকে যতীন-ললিত, নদীম-শ্রবন সুরকারদের সুরে এই সন্ধ্যা নিঃসেন্দহে শ্রোতাদের মন ভরাবে।
About Post Author
Editor Desk
Please enter a description
Please enter a price
Please enter an Invoice ID