মার্চে আসছে বাংলাদেশের জনপ্রিয় রোমিওর কম্পোজিশনে ১০টি গান।
তরিকুল ইসলাম লাভলু,বাংলাদেশ: বাংলাদেশের জনপ্রিয় গিটার বই লেখক, গিটার শিক্ষক ও মিউজিক কম্পোজার রোমো রোমিওর কম্পোজিশনে এবারের মার্চ মাসে প্রকাশ হতে যাচ্ছে দশটি জনপ্রিয় গান । রোমিও বলেন ‘বাংলাদেশের লিজেন্ড শিল্পীদের গানগুলো কাভার করছি এ প্রজন্মের শিল্পীদের নিয়ে। খুব যত্ন সহকারে প্রত্যেকটি গান কম্পোজিশন করছি । আশা করছি শ্রোতাবৃন্দের বেশ ভালো লাগবে। বাকিটুকু ভালবাসার শ্রোতাবৃন্দরাই বলবে ।
প্রত্যেকটি শিল্পী চমৎকার গান করেন। প্রত্যেকের জন্য শুভ কামনা রইলো। প্রত্যেকটি গান রোমিওর ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।রোমিওর ইউটিউব চ্যানেলটির নাম হলো ‘রোমো রোমিও গিটার’।
রোমিওর ২০ বছরের মিউজিক ক্যারিয়ারে এবারেই ২০২১ সালের মার্চ মাসে সর্বোচ্চ (১০টি) গান প্রকাশ পেতে যাচ্ছে ।
About Post Author
Editor Desk
Please enter a description
Please enter a price
Please enter an Invoice ID