রং পাল্টে মন পাল্টে দীনেশ ত্রিবেদী বিজেপিতে যোগ দিলেন
প্রাক্তন রেলমন্ত্রী , সংসদ ও তৃণমূলের একদা কোর মেম্বার দীনেশ ত্রিবেদী গেলেন বিজেপিতে । দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডাজির হাত থেকে নিলেন দলের সদস্যঃ পদ ।
যোগদানের সাথে সাথে বললেন এবার বাংলায় হবে আসল পরিবর্তন (?) । দিদি কে ছেড়ে দাদা কে ধরলেন, কিন্তু বঙ্গ রাজনীতিতে নীতির বদলে বাহুবলের যে প্রভাব বাড়ছে, সেই দুর্যোগে শিক্ষিত নেতাদের আগামীদিন খুব সুখকর নয়।
যদিও তাঁর অনেক প্রাক্তন সহকর্মী এখন বিজেপিতে এবং অনেকেই সানন্দে দীনেশ বাবুকে স্বাগত জানালেন ।
“বিজেপি-তে স্বাগত জানাই বরিষ্ঠ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী-কে। আমার দৃঢ় বিশ্বাস, তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বিজেপি পরিবারকে আরও সমৃদ্ধ করবে।” এই বলে আপ্লুত হলেন নন্দীগ্রাম চ্যালেঞ্জর শুভেন্দু অধিকারী ।
About Post Author
Editor Desk
Please enter a description
Please enter a price
Please enter an Invoice ID