Timesscoop আয়োজন করছে ইন্দো বাংলা গান ও অভিনয় প্রতিযোগিতা
এক অনলাইন মিট এ Timesscoop এর বাংলাদেশী সংগঠক জানালেন এবছর আবার বিরাট এক রিয়ালিটি প্রতিযোগিতা নিয়ে আসবেন তাঁরা ।
তাঁদের প্রেস নোট তাঁরা আবেদন রাখলেন ভারত বাংলাদেশের সকল আগ্রহী প্রতিযোগীদের জন্য ।
Timesscoop Organizer Anwarul Haque আবেদন রাখলেন:“
“প্রিয় Timesscoop এর সকল সদস্য বন্ধুরা তোমরা কেমন আছো,Timesscoop আবার ধামাকা প্রতিযোগিতার আয়োজন করেছে।আশা করি তোমরা সবাই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।এবার বয়স সীমা নির্ধারণ করা হয়েছে ১৫ থেকে ৩০ বছর আর ৩১- ৬০ বছর।
রেজিষ্ট্রেশন ফর্ম ফিলাপ করে [email protected] এ পাঠাবে।অবশ্যই একজন প্রতিযোগি চাইলে অভিনয় ও গান দু’টোতেই অংশ নিতে পারবে। আর তোমাদের গান আর অভিনয় এর ভিডিও আমাদের Timesscoop গ্রুপে আর পেইজে পোস্ট করবেন।
এই প্রতিযোগিতায় ভারত বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রবাসী বাংলা ভাষার সকল লোকজন সবাই অংশ নিতে পারবে।ও ভালো কথা বিচারক মণ্ডলীর বিচার কার্য ছাড়াও থাকছে ভোটিং সিস্টেম। একজন প্রতিযোগি যত লাইক কমেন্ট নিতে পারবে,সেগুলো থেকে একটা পয়েন্ট কাউন্ট করা হবে।
এবার আশা যাক পুরস্কার এর বিষয়ে সার্টিফিকেট ছাড়াও আমরা গান এবং অভিনয়ে ১ম সাতজন কে আকর্ষণীয় পুরস্কার দিব।”
https://www.facebook.com/groups/Timesscoop/?ref=share
https://www.facebook.com/Timesscoop-Page-103799744880562/
+919007915585 Only WhatsApp India Bangladesh
https://surveyheart.com/form/6033f8bf3e58c66cfda76d9d