“মিঠুন এলো গেরুয়া ব্রিগেডে সংশয় বাড়লো কি নন্দীগ্রামে ?”
লালের রং ফিকে হলো,
হলো আসমানী নীল দূর।
গেরুয়া হলো মিঠুনদার,
প্রাণের নতুন সুর ।
বাংলার সিলভার স্ক্রিন মহাগুরু ও বলিউডের অরিজিনাল ডিস্কো ডান্সার সবাইকে মাত করে যোগ দিলেন বিজেপিতে।
প্রধানমন্ত্রী মোদির জন সভায় অন্য কেউ আলো কেড়ে নেবে এমন লোক খুব বেশি নেই ,তবে মিঠুন দা হলেন অরিজিনাল ডিস্কো ডান্সার যিনি যেকোনো মৃগয়া ক্ষেত্রে সেরা তীরন্দাজ ।
আজকের ব্রিগ্রেড প্যারেড গ্রাউন্ড কানায় কানায় ভর্তি আর এমন মঞ্চ ছেড়ে দিলে মহা গুরুর নাম তাই যে বৃথা ।
তবে বাংলার রাজনীতি এবার নানা রঙের সাথে নানা তারকার উপস্থিতিতে মশগুল আর মানুষের কথা মানুষ নিজেই যেন আফিং খেয়ে ভুলে গেছে ।
আইবিজি নিউস প্রথম বলেছিলো মিঠুনদা বিজেপিতে আসছেন ।
আমাদের সকাল ৭:১৬ এর খবর :
~ভোট যুদ্ধের দামামা বেজে উঠেছে বাংলায় আর নিজের নিজের দূর্গ সুরক্ষিত করতে সকলেই ব্যস্ত । কৈলাশ বিজয়বর্গী ও মিঠুনের মধ্যে বৈঠক হলো কলকাতায় । মহাগুরু মিঠুন গেরুয়া শিবিরের অন্যতম মুখ বলে এই সময় সকলে আশা করছেন । মোদীজির মিটিং এ থাকবেন ও বিজেপি নেতাদের উৎসাহ দেবেন বলে আশা ।


আজ বেলগাছিয়ায় শ্রী মিঠুন চক্রবর্তীর সঙ্গে বার্তালাপের পর নিজের অনুভূতি টুইটারে জানালেন শ্রী কৈলাস বিজয়বর্গীয়। তিনি লেখেন “গভীর রাত অবধি সিনেমা জগতের বিখ্যাত অভিনেতা মিঠুন দাদার সঙ্গে দীর্ঘ আলোচনা হল। ওনার দেশের প্রতি ভালোবাসা এবং গরিবদের জন্য সাহায্যের ঘটনাগুলি শুনে আমার হৃদয় পরিপূর্ণ।”
দেখা যাক নতুন মৃগয়া ক্ষেত্রে পুরোনো যোদ্ধার কৌশল কি রং নিয়ে আসে বঙ্গ জীবনে ।~
সুতরাং অ্যাডভান্টেজ মোদী বলা যাবে কি? আর সিনেমার ডায়লগ ধার করে বলবো “মিঠুন এলো গেরুয়া ব্রিগেডে সংশয় বাড়লো কি নন্দীগ্রামে ?”
