ভোটের অঙ্ক মিলিয়ে দক্ষিণ দমদম পুরসভার মৃগাঙ্ক ভট্টাচার্য ও অতীন কুমার রায় যোগ দিলেন বিজেপিতে
আজকাল পশ্চিমবঙ্গের দলবদল যেন যেন আন্দোলনের রূপ নিচ্ছে । সিঙ্গুরের মাস্টার মশাই রবীন্দ্রনাথ বাবু , মমতার ছায়া সঙ্গী সোনালী গুহ আজ যোগ দিলেন বিজেপিতে ।
তবে দক্ষিণ দমদম ক্রমশ গেরুয়া দিকে এগোচ্ছে বলে মত রাজনৈতিক মহলে আর সেই অঙ্কই বোধ করি মৃগাঙ্কবাবু ও অতীন বাবু কে নিয়ে এলো পদ্ম শিবিরে ।
দীর্ঘ কয়েক দশক রাজনীতি করে যখন অন্য মতের দিকে মানুষ যেতে থাকে তখন হয় জনভিত্তি অন্য দিকে সরে যাচ্ছে অথবা পূর্ব দলের কাজে মন মানছে না ।
তবে যাই হোক মৃগাঙ্কবাবু ও অতীন বাবু যোগ দেয়ায় বিজেপি দক্ষিণ দমদমে মজবুত হলো আরো একথা নিশ্চিত বলা যায় কিনা তা ২রা মে সময় বলবে । অধ্যাপক ব্রাত্য বসু নতুন কি করেন তার আসন ধরে রাখার জন্য তাই এখন দেখার ।
About Post Author
Editor Desk
Please enter a description
Please enter a price
Please enter an Invoice ID